Wellcome to National Portal
  • 2022-10-24-04-20-1dadb90950c9bb8e0701e577ba3c2b01
  • 2022-05-31-03-58-d5796d8723a7a338e78c4109e37cef48
  • 2022-05-29-06-39-3256cb23616d248fe331560a2b52d512
  • 2022-05-29-06-51-4f8f6b5b85695bee01da2ffcac7a39f8
  • 2022-05-29-06-49-7228788fd2430a81d48a4edb2fb66cb5
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ August ২০২৪

পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী মধ্যদিয়ে মহান বিজয় দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদায় উৎযাপন


প্রকাশন তারিখ : 2023-12-16

মহান বিজয় দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদায় উৎযাপন উপলক্ষ্যে জাতীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ায় দিনব্যাপী কর্মসূচী গ্রহণ করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়।

সকাল ০৮:৩০ মি‌নি‌টে একা‌ডেমীর সর্বস্ত‌রের কর্মকর্তা কর্মচারী‌দের প‌ক্ষে একা‌ডেমীর মহাপ‌রিচালক জনাব মোঃ খুরশীদ ইকবাল রেজভী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পর্যায়ক্রমে একা‌ডেমী‌তে চলমান বিভিন্ন প্রশিক্ষণ কো‌র্সের পক্ষ থ‌ে‌কে জা‌তির পিতার প্রতিকৃ‌তি‌তে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর আরডিএ, বগুড়ার ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ মাঠে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় মনোরম কুচকাওয়াজ পরিদর্শন এবং মহাপরিচালক মহোদয় কর্তৃক সালাম গ্রহণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিএ’র মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব খুরশীদ ইকবাল রেজভী। আরও উপস্থিতি ছিলেন আরডিএ মহিলা ক্লাবের সভানেত্রী জনাব শার‌মিন রহমান, একাডেমীর অতিরিক্ত মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন।

এছাড়াও একাডেমীর সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষক, কর্মকর্তা/কর্মচারীবৃন্দ, শিক্ষার্থীবৃন্দসহ স্থানীয় মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। এসকল কর্মসূচির বাইরে বাদ জোহর জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। বিকালে একাডেমীর কর্মকর্তা/কর্মচারীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণের মাধ্যমে দিনব্যাপি কর্মসূচির সমাপ্ত হয়।

    2023-12-16-09-41-78ee03ec9e87df7b61ecccfc85360a04    2023-12-16-09-41-153c59b8875261db7c5a1907a33bdb0a

2023-12-16-09-42-5aeeee0a89343e0ca7fd3373c7cde4c1    2023-12-16-09-42-0d9922f8ae4165556bcd5ff9df4925ff

2023-12-16-09-43-ab2c60f48364551fe1a30e53f41b5c07    2023-12-16-09-44-8a892d1a536d862038a575da7d84a914

2023-12-16-09-44-1baea770e7dbb03fc3e40d268b2cea39    2023-12-16-09-45-9f05f8a63f3173f9a4dc1888189b8558

2023-12-16-09-45-6ff102ae8ce8b6d07c9d5451aac37e292023-12-16-09-46-6aeb55a33f21ebe823dba601531fda51    2023-12-16-09-46-31ef67346c6a4eec4aa42ec1e546bd94