Wellcome to National Portal
  • 2022-10-24-04-20-1dadb90950c9bb8e0701e577ba3c2b01
  • 2022-05-31-03-58-d5796d8723a7a338e78c4109e37cef48
  • 2022-05-29-06-39-3256cb23616d248fe331560a2b52d512
  • 2022-05-29-06-51-4f8f6b5b85695bee01da2ffcac7a39f8
  • 2022-05-29-06-49-7228788fd2430a81d48a4edb2fb66cb5
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ সেপ্টেম্বর ২০২১

সুইজারল্যান্ডের দূতাবাস প্রতিনিধির আরডিএ, বগুড়া পরিদর্শন


প্রকাশন তারিখ : 2021-09-23

সুইজারল্যান্ড দূতাবাসের ডেপুটি হেড অফ কো-অপারেশন করিন হেনচোজ পিগনানি ২৩ সেপ্টেম্বর ২০২১ পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া পরিদর্শন করেন। আরডিএ এবং সুইসকন্টাক্ট কর্তৃক যৌথভাবে বাস্তবায়নাধীন “মেকিং মার্কেটস ওয়ার্ক ফর দ্য চরস” প্রকল্পের কার্যক্রম পরিদর্শনের উদ্দেশ্যে এই সফরের আয়োজন করা হয়েছিল। সফরকালে মিসেস সি এইচ পিগনানি আরডিএ, বগুড়ার মহাপরিচালক জনাব খলিল আহমদের সাথে তার কার্যালয়ে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে আরডিএ, বগুড়ায় চলমান এমফোরসি প্রকল্পসহ অন্যান্য প্রকল্পের কার্যক্রম সম্পর্কে মতবিনিময় এবং দারিদ্র্যশুন্য মডেল গ্রামের ধারণাপত্র উপস্থাপন করেন আরডিএ, বগুড়ার মহাপরিচালক। ড. আবদুল্লাহ আল মামুন, পরিচালক (সামাজিক বিজ্ঞান), আরডিএ এসময় উপস্হিত ছিলেন।

আরডিএ বগুড়ার আইটি ভবনে অনুষ্ঠিত প্রকল্প পরিচিতি সভায় ড. মো: আব্দুল মজিদ, প্রকল্প পরিচালক, এমফোরসি প্রকল্প এবং যুগ্ম পরিচালক, আরডিএ; প্রকল্প টিমের পরিচিতি এবং স্বাগত বক্তব্য উপস্থাপন করেন। জনাব আব্দুল আওয়াল, টিম লিডার, এমফোরসি প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন। পরে তিনি পিআইইউ এবং সিডিআরসি অফিস পরিদর্শন করেন। সফরকালে তার সাথে ছিলেন সুইজারল্যান্ড দূতাবাসের সিনিয়র প্রোগ্রাম অফিসার, সায়িদা জিনিয়া রশিদ , পিএইচডি এবং সুইসকন্টাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জনাব মুজিবুল হাসান। এছাড়াও তিনি সুইসকন্টাক্ট কান্ট্রি অফিস, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিট (PIU) এবং সিডিআরসি, আরডিএ বগুড়ার সদস্যদের সাথে আলোচনায় অংশগ্রহন করেন। এরপরে তিনি আরডিএ, বগুড়ার প্রদশর্নী খামার পরিদর্শন করেন। 

2021-09-24-04-06-79f9482618b4c138562fb293cdc854ae    2021-09-24-04-06-333f6eea89f9a9f53a8ad44f8a78fa10

2021-09-24-04-06-800a1a034489725e309d253434e490e2    2021-09-24-04-06-77250eedcb645d381804be9217ed55f9