Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st জুলাই ২০১৯

“Introduction to Formulation and Analysis of Business Plans and Small Investment Projects” শীর্ষক প্রশিক্ষণ কোর্স


প্রকাশন তারিখ : 2019-07-21

পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ায় Food And Agriculture Organization of the United Nations (FAO) কর্তৃক বাস্তবায়নাধীন Ruralinvest Introductory Training Course আওতায় “Introduction to Formulation and Analysis of Business Plans and Small Investment Projects” শীর্ষক প্রশিক্ষণ কোর্স ২১-১৫জুলাই মেয়াদে অনুষ্ঠিত হচ্ছে। কোর্স এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. মিহির কান্তি মজুমদার, চেয়ারম্যান, পল্লী সঞ্চয় ব্যাংক ও সদস্য, বোর্ড অব গভর্নস এবং সভাপতিত্ব করেন পল্লী উন্নয়ন একাডেমীর মহাপরিচালক জনাব মোঃ আমিনুল ইসলাম (অতিরিক্ত সচিব)। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  পল্লী উন্নয়ন একাডেমীর সাবেক মহাপরিচালক ড. এম এ মতিন। কোর্সটিতে কোর্স পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন ড. মোঃ আব্দুর রশিদ, পরিচালক, খামার প্রযুক্তি, সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগ, কোর্স সমন্বয়কের দায়িত্ব পালন করছেন সারাওয়াত রশীদ, উপ-পরিচালক ও নূর মোহাম্মদ, সহকারী পরিচালক, পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া। ৫দিন ব্যাপি এই প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বার্ড, আরডিএ, বাপার্ড, প্রাণী সম্পদ অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৩০জন পদস্থ কর্মকর্তা অংশগ্রহন করেন।