পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া’য় জাতীয় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা ২০১৯-২০ এর আওতায় চাকরির নিয়ম-কানুন ও সুশাসন বিষয়ক প্রশিক্ষণ কোর্স ২৩ ডিসেম্বর ২০১৯ তারিখে অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিএ,বগুড়ার অতিরিক্ত মহাপরিচালক ড. এ.বি.এম. শরীফ উদ্দিন। কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন ড. মোঃ নুরুল আমিন, পরচিালক (পল্লী প্রশাসন ও জেন্ডার) ও কোর্স সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন জনাব মারুফ আহমদে, সহকারী পরচিালক, আরডিএ, বগুড়া। প্রশিক্ষণটিতে পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ার ৫০ জন কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহন করেন। প্রশিক্ষণে চাকররি বিধানাবলী, বাংলাদেশ সার্ভিস রুলস, সরকারী চাকরী আইন-২০১৮, ছুটি বিধি, সুশাসন কি এবং কেন? জবাবদিহীতা, স্বচ্ছতা ও জনগণের অংশগ্রহণ ও ন্যায্যতা, দক্ষতা উন্নয়নে সুশাসনের ভূমিকা বিষয়সমূহ আলোচনা করা হয়।