Wellcome to National Portal
  • 2022-10-24-04-20-1dadb90950c9bb8e0701e577ba3c2b01
  • 2022-05-31-03-58-d5796d8723a7a338e78c4109e37cef48
  • 2022-05-29-06-39-3256cb23616d248fe331560a2b52d512
  • 2022-05-29-06-51-4f8f6b5b85695bee01da2ffcac7a39f8
  • 2022-05-29-06-49-7228788fd2430a81d48a4edb2fb66cb5
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ মার্চ ২০২১

আরডিএ, বগুড়ায় বর্ণাঢ্য ও যথাযোগ্য মার্যাদায় দশ দিনব্যাপি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন শুরু


প্রকাশন তারিখ : 2021-03-17

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য ও যথাযোগ্য মার্যাদার সাথে উদযাপনের নিমিত্ত দশদিন ব্যাপি (১৭-২৬ মার্চ, ২০২১) গৃহীত কর্মসূচির আওতায় ১৭ মার্চ, ২০২১ তারিখে পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়ায় পালন করা হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান – এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। দিবসটির তাৎপর্য অনুসরণে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সুসজ্জিত করা হয় একাডেমীর ক্যাম্পাস। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা করা হয় দিবসটির কার্যক্রম। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান – এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন একাডেমীর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব খলিল আহমদ। এসময় একাডেমীর সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, মহিলা ক্লাব, শিশু-কিশোরবৃন্দ, বিভিন্ন বুনিয়াদি প্রশিক্ষণ কোসের্র প্রশিক্ষণার্থীবৃন্দের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকলের অংশগ্রহণে আয়োজন করা হয় আনন্দ শোভাযাত্রা যার মাধ্যমে ১০০ টি লাল-সবুজ বেলুন এবং ১০০ টি শান্তির পায়রা উড়িয়ে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় মহান জাতির পিতাকে। অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলঃ

  • নিজস্ব ব্যবস্থাপনায় তৈরী ১০১ টি কেক কেটে জাতির পিতার ১০১তম জন্মদিবস উদযাপন। আরডিএ ল্যাবঃ স্কুল এন্ড কলেজের ১০০ জন শিক্ষার্থী এবং মহাপরিচালকের পক্ষে তার সহধর্মিনী মিসেস রুবিনা আক্তার কেক কাটা কার্যক্রমে অংশগ্রহণ করেন;
  • একাডেমীর মহাপরিচালক বঙ্গবন্ধু রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ এবং ‘আমার দেখা নয়াচীন’ বই থেকে সংগৃহীত ১০০ টি উদ্ধৃতি সম্বলিত প্রদর্শনীর উদ্বোধন করেন;
  • জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান – এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন একাডেমীর অতিরিক্ত মহাপরিচালক (ভারপ্রাপ্ত) জনাব সুফিয়া নাজিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাপরিচালকের সহধর্মিনী মিসেস রুবিনা আক্তার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জনাব আব্দুল্লাহ আল মামুন, পরিচালক; ড. মোহাম্মদ মুনসুর রহমান, পরিচালক; অনুষ্ঠানের আহবায়ক ড. শেখ মেহদী মোহাম্মদ, পরিচালক; শেখ শাহরিয়ার মোহাম্মদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আরডিএ ল্যাবঃ স্কুল এন্ড কলেজ; জনাব মুহাম্মদ শফিকুল ইসলাম, সভাপতি, কর্মচারী ইউনিয়ন এবং আরডিএ ল্যাবঃ স্কুল এন্ড কলেজের চারজন শিক্ষার্থী।
  • আরডিএ ল্যাবঃ স্কুল এন্ড কলেজের ১০০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে এককালীন বৃত্তি প্রদান;
  • জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে একাডেমীর জামে মসজিদে বিশেষ মোনাজাত; এবং
  • একাডেমীর কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগীতার আয়োজন করা হয়।

2021-03-17-15-45-dedb6f81c7fe1d6a5a5c27a282959ed4    2021-03-17-15-47-9e049e0749cb9f50a0d66e1d95cf768e

2021-03-17-15-40-31bf2081c83baaf5dcf3e6099d1898c5    2021-03-17-15-41-9e57f2513727220c183e37cd9297f17b

2021-03-17-15-42-9ae5bae21b78d5e17cafd37641025e80    2021-03-17-15-47-f08019ba7f6dffef0dea8b7e1556c86e

2021-03-17-15-49-e0aa57e465fa8b940e28bb683231ab62    2021-03-17-15-49-c3e69cf4103fb639317c454fb6fb4295

2021-03-17-16-01-65123e2ba9dfee085ea79cf536acec5b    2021-03-17-16-01-07eafb371451f10b8a1e7ba5d818839f

2021-03-17-15-51-d8ce4b1e3d58975430cb92950e860445    2021-03-17-16-08-48c852df408876f863f848d460f3657a

2021-03-17-16-06-9e8a0a57e3cc0e8fd6c27625ef43d895    2021-03-18-09-29-3d15c9dac2b975fb682edd918d0cab5a

2021-03-18-09-25-97322a6906aebcb441504ef59e871c19    2021-03-18-09-27-9a79b4c386a35f5f13259dae2c1eeaef

2021-03-18-09-28-a6e6aa95f85bedad4e57c2826215cc8c   2021-03-18-09-46-4c06a7098499438a0c379d3d4aa544ce   2021-03-18-09-30-9996c982b4a34b75d139700cec1b3ff3 

2021-03-18-09-31-d49827327549d84b27dba95b3f078b0b   2021-03-18-09-30-6fd1a749eb0d021a65980f99d5bac63b   2021-03-18-09-32-fa78116332dd3b8baef43a7b9ad00751

2021-03-18-09-33-2e98b093664fb527d8e26163c6c50481     2021-03-18-09-36-52dd3937a5658a8277da3686a0b14458

2021-03-18-09-38-6676459df294efca4ed6e1100ed127e9