Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ মার্চ ২০২১

আরডিএ, বগুড়ায় বর্ণাঢ্য ও যথাযোগ্য মার্যাদায় দশ দিনব্যাপি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন শুরু


প্রকাশন তারিখ : 2021-03-17

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বর্ণাঢ্য ও যথাযোগ্য মার্যাদার সাথে উদযাপনের নিমিত্ত দশদিন ব্যাপি (১৭-২৬ মার্চ, ২০২১) গৃহীত কর্মসূচির আওতায় ১৭ মার্চ, ২০২১ তারিখে পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়ায় পালন করা হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান – এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। দিবসটির তাৎপর্য অনুসরণে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সুসজ্জিত করা হয় একাডেমীর ক্যাম্পাস। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা করা হয় দিবসটির কার্যক্রম। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান – এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন একাডেমীর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব খলিল আহমদ। এসময় একাডেমীর সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, মহিলা ক্লাব, শিশু-কিশোরবৃন্দ, বিভিন্ন বুনিয়াদি প্রশিক্ষণ কোসের্র প্রশিক্ষণার্থীবৃন্দের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকলের অংশগ্রহণে আয়োজন করা হয় আনন্দ শোভাযাত্রা যার মাধ্যমে ১০০ টি লাল-সবুজ বেলুন এবং ১০০ টি শান্তির পায়রা উড়িয়ে শ্রদ্ধাভরে স্মরণ করা হয় মহান জাতির পিতাকে। অন্যান্য কর্মসূচির মধ্যে ছিলঃ

  • নিজস্ব ব্যবস্থাপনায় তৈরী ১০১ টি কেক কেটে জাতির পিতার ১০১তম জন্মদিবস উদযাপন। আরডিএ ল্যাবঃ স্কুল এন্ড কলেজের ১০০ জন শিক্ষার্থী এবং মহাপরিচালকের পক্ষে তার সহধর্মিনী মিসেস রুবিনা আক্তার কেক কাটা কার্যক্রমে অংশগ্রহণ করেন;
  • একাডেমীর মহাপরিচালক বঙ্গবন্ধু রচিত ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ এবং ‘আমার দেখা নয়াচীন’ বই থেকে সংগৃহীত ১০০ টি উদ্ধৃতি সম্বলিত প্রদর্শনীর উদ্বোধন করেন;
  • জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান – এর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন একাডেমীর অতিরিক্ত মহাপরিচালক (ভারপ্রাপ্ত) জনাব সুফিয়া নাজিম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাপরিচালকের সহধর্মিনী মিসেস রুবিনা আক্তার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জনাব আব্দুল্লাহ আল মামুন, পরিচালক; ড. মোহাম্মদ মুনসুর রহমান, পরিচালক; অনুষ্ঠানের আহবায়ক ড. শেখ মেহদী মোহাম্মদ, পরিচালক; শেখ শাহরিয়ার মোহাম্মদ, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, আরডিএ ল্যাবঃ স্কুল এন্ড কলেজ; জনাব মুহাম্মদ শফিকুল ইসলাম, সভাপতি, কর্মচারী ইউনিয়ন এবং আরডিএ ল্যাবঃ স্কুল এন্ড কলেজের চারজন শিক্ষার্থী।
  • আরডিএ ল্যাবঃ স্কুল এন্ড কলেজের ১০০ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে এককালীন বৃত্তি প্রদান;
  • জাতির পিতার জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে একাডেমীর জামে মসজিদে বিশেষ মোনাজাত; এবং
  • একাডেমীর কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগীতার আয়োজন করা হয়।