Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ জুন ২০২২

নার্সারী ইউনিট

উদ্যানতত্ত্ব বিষয়ক প্রায়োগিক গবেষণা ও প্রশিক্ষণের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের অনঅগ্রসর দরিদ্র জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং পল্লী অঞ্চলে গুণগতমান সম্পন্ন গাছের চারা কলম সরবরাহ নিশ্চিত করা আরডিএ নার্সারী প্রতিষ্ঠার অন্যতম লক্ষ্য। মোট আট একর জায়গার উপর প্রতিষ্ঠিত আরডিএ নার্সারীর কার্যক্রম নিমণলিখ দু’টি ভাগে ভাগ করে পরিচালিত হয়। যথাঃ ক) উদ্যান নার্সরী এবং খ) অর্নামেন্টাল নার্সারী।

উদ্যান নার্সারীঃ ৫০ প্রজাতির বিভিন্ন জাতের দেশী বিদেশী আম ও ৪০ প্রজাতির বিভিন্ন জাতের অন্যান্য ফলদ চারা/কলমের বিশাল সংগ্রহ নিয়ে উদ্যান নার্সারী কর্মকান্ড পরিচালিত হচ্ছে। প্রায়োগিক গবেষণা, প্রশিক্ষণ ও বাণিজ্যিক উৎপাদনের লক্ষ্যে উলেস্নখিত ৯০ প্রজাতির বিভিন্ন ফলজ গাছের চারা/কলমের ‘‘জার্মপ্লাজম সেন্টার’’ প্রতিষ্ঠা করা হয়েছে যা বর্তমানে কলম উৎপাদনের লক্ষে মাতৃ গাছের উৎস হিসেবে ব্যবহার করা হচ্ছে। এছাড়া, প্রতি বছর নতুন জাতের বিভিন্ন প্রজাতির ফলজ চারা/কলম সংগ্রহ কার্যক্রম অব্যহত আছে যা ‘‘জার্মপ্লাজম সেন্টার’’ কে প্রতিনিয়ত সমৃদ্ধশালী করছে।

 

অর্নামেন্টাল নার্সারীঃ শতাধিক প্রজাতির বিভিন্ন জাতের দেশী বিদেশী সৌন্দর্য বৃদ্ধিকারী ফুল ও ক্যাকটাস চারা/কলমের বিশাল সংগ্রহ নিয়ে অর্নামেন্টাল নার্সারীর কর্মকান্ড পরিচালিত হচ্ছে এবং প্রতি বছর নতুন জাতের বিভিন্ন দেশী-বিদেশী ফুল ও চারা সংযোজনের ফলে অর্নামেন্টাল নার্সারীর সংগ্রহশালা আরও সমৃদ্ধশালী হয়ে উঠছে।

এই ইউনিটের উদ্যান নার্সারীর আওতায় নতুন ০৫ প্রকার ফলের চারার বাগান তৈরী করা হয়েছে। এছাড়া ৬০০০টি আমের কলম, ৪০০০টি লিচুর কলম, ২০০০টি পেয়ারার কলম, ৫০০টি মালটার কলম, ৫০০টি কমলার কলম, ১০০০টি লেবু গাছের কলম ও অন্যান্য ফলের চারা কলম ৫০০টি তৈরী করা হয়েছে। অপরদিকে উদ্যান নার্সারীর আওতায় বিভিন্ন প্রজাতীর ফুল ও অর্নামেন্টাল গাছের ৩০০০টি চারা ও কলম তৈরী করা হয়েছে। চারা কলমের পরিচর্যা ও বিক্রয় কার্যক্রম চলমান।এছাড়াও নার্সারী ইউনিট ও এগ্রি প্লাস লিঃ এর মধ্যে পাবলিক বেসরকারি অংশীদারিত্বে উন্নত জাতের সবজি  ৪.৫ লক্ষ চারা উৎপাদন ও বাজারজাতকরণ হয়েছে।

 

ডিজিটাল নার্সারী (লিংক-এ ক্লিক করুন)

http://www.rdanursery.com/