Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ August ২০২২

জামালপুরে পল্লী উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ ১ম সংশোধিত শীর্ষক প্রকল্প

দেশের মধ্য-পশ্চিম অঞ্চলের (বৃহত্তর ময়মনসিংহ ও সিলেট বিভাগ) গ্রামীণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের মাধ্যমে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করে তাদের দারিদ্র্য বিমোচন করার নিমিত্ত জামালপুর জেলার মেলানদহ উপজেলায় আরডিএ’র আদলে একটি স্বতন্ত্র একাডেমী স্থাপন।

প্রকল্পের মূল উদ্দেশ্য

বৃহত্তর ময়মসিংহ অঞ্চলের গ্রামীণ জনগোষ্ঠীর টেকসই জীবনযাত্রার মানন্নোয়নে জামালপুরে পল্লী উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠা করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।

 

প্রকল্প বাস্তবায়ন কমিটির সভার কার্যবিবরণীসমূহ:

১। প্রকল্প বাস্তবায়ন কমিটির ৫ম, ৬ষ্ঠ, ৭ম, ৮ম ও ৯ম সভার কার্যবিবরণী (একত্রে)।

২। প্রকল্প বাস্তবায়ন কমিটির ৬ষ্ঠ  ৭ম সভার কার্যবিবরণী (একত্রে)।

 

প্রকল্প এলাকা

:

জামালপুর জেলার মেলানদহ উপজেলাধীন শিহাটা, হরিরামকুল মৌজা

অনুমোদিত মোট প্রকল্প বরাদ্দ

:

১৫৫৫৫.৬৮ লক্ষ টাকা

২০২০-২১ অর্থবছরে বরাদ্দ

:

১৬০০.০০ লক্ষ টাকা

চলতি অর্থ বছরের জুন/২১ পর্যন্ত ব্যয়

:

১১৭৪.৩৮ লক্ষ টাকা

জুন ২০২১ পর্যন্ত ক্রমপুঞ্জিত ব্যয়

:

ক্রমপুঞ্জিত ব্যয় ৯৮৭৩.৫০ লক্ষ টাকা যা মোট প্রাক্কলিত ব্যয়ের ৬৩.৪৭% এবং বাস্তব অগ্রগতি ৭২.৪৫%।

 

প্রকল্পের মূল উদ্দেশ্য

বৃহত্তর ময়মংসিংহ অঞ্চলের গ্রামীণ জনগোষ্ঠীর টেকসই জীবন-যাত্রার মানন্নোয়নের জামালপুরে পল্লী উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠা করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।

 

প্রকল্পের সুনির্দিষ্ট উদ্দেশ্যবলী নিম্নরূপঃ

  • একাডেমী প্রতিষ্ঠার জন্য ভৌত অবকাঠামো নির্মাণ করা;
  • প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেণার জন্য বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করা;
  • পল্লী উন্নয়ন সম্পর্কীত প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণার মাধ্যমে প্রশিক্ষিত ও দক্ষ মানব সম্পদ সৃষ্টি, টেকসই মডেল ও প্রযুক্তি সম্প্রসারণ;
  • মানসম্পন্ন প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ মানব সম্পদ সৃষ্টি এবং মডেল/প্রযুক্তিগত সম্প্রসারণ করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং দারিদ্র্য বিমোচনে সহায়তা করা; এবং
  • দেশের গ্রামীণ হত দরিদ্র্য জনগোষ্ঠীকে দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলে গ্রামীণ অঞ্চলের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ঘটানো। 

 

প্রকল্পের মূল কর্মকান্ড

সম্পদ সংগ্রহ

  • ৫০ একর জমি অধিগ্রহণ।
  • প্রকল্পের আওতায় ১টি পি-আর  ও ২টি মোটর সাইকেল সংগ্রহ ।
  • প্রস্তাবিত ৫টি ইউনিটের (ফসল;  ডেইরী ও পোল্ট্রি; মৎস্য;  টিস্যু কালচার এবং হাইড্রোফোনিক; কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ  ইউনিট) এর যন্ত্রপাতি সংগ্রহ।

 

নির্মাণ ও স্থাপনাদী

ভবন নির্মাণ

  • দশ তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন নির্মাণ;
  • ক্যাফেটেরিয়াসহ বিনোদন কেন্দ্র ও গেষ্ট হাউস ভবন (৬ তলা ফাউন্ডেশন ৫ম তলা পর্যন্ত নির্মাণ) (১ম ও ২য় তলায় ক্যাফেটেরিয়া; ৩য় তলা- বিনোদন কেন্দ্র এবং ৪র্থ-৫ম তলায় গেস্ট হাউস)
  • সাধারণ হোষ্টেল (পুরুষ): (৬ তলা ফাউন্ডেশন) ৬ষ্ঠ তলা  পর্যন্ত নির্মাণ ;
  • সাধারণ হোষ্টেল (মহিলা ): (৬ তলা ফাউন্ডেশন) ৬ষ্ঠ তলা  পর্যন্ত নির্মাণ ।
  • মহাপরিচারক ও অতিরিক্ত মহাপরিচাক বাংলো : (২য় তলা ফাউন্ডেশন) ২য় তলা পর্যন্ত নির্মাণ।

অন্যান্য ভবন ও অবকাঠামো/স্থাপনাদি নির্মাণ

  • প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণা ক্ষেত্র হিসেবে জামালপুর ক্যাম্পাসে আরডিএ, বগুড়া’র আদলে ফসল;  ডেইরী ও পোল্ট্রি; মৎস্য;  টিস্যু কালচার এবং হাইড্রোফোনিক এবং কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ  ইউনিট এর সেড/অবকাঠামো নির্মাণ;
  • মেইন গেট, গার্ড শেড ও সীমানা প্রাচীর নির্মাণ;
  • করিডোর নির্মাণ;
  • মসজিদ নির্মাণ;
  • রোড/লিংক রোড স্থাপন;
  • পানি নিস্কাশন অবকাঠামো;
  • টেলিযোগাযোগ, বৈদ্যুতিক স্থাপনা;
  • পানি সরবরাহ (পাইপ লাইন, ২টি গভীর নলকূপ, ওভারহেড ট্যাংক)।

উল্লেখযোগ্য অগ্রগতি

  • জামালপুর জেলার মেলানদহ উপজেলাধীন শিহাটা, হরিরামকুল মৌজায় ৫০ একর জমি অধিগ্রহণ পূর্বক বিভিন্ন অফিস ভবন ও আবাসিক ভবন নির্মাণসহ অন্যান্য স্থাপনাদির নির্মাণ কাজ প্রায় সমাপ্তির পর্যায়ে।
  • কৃষি ক্ষেত্রে প্রশিক্ষণ ও গবেষণা/প্রায়োগিক গবেষণা প্রয়োগের বাস্তব ক্ষেত্র হিসেবে আরডিএ, বগুড়া’র আদলে ৬টি ইউনিটের অবকাঠামো নির্মাণ সম্পন্ন করে সরঞ্জাম/যন্ত্রপাতি সংগ্রহ/ক্রয়ের সম্পন্ন করে মেশিনারী ও যন্ত্রপাতি সরবরাহ  ও স্থাপন কাজ সম্পন্ন করা হয়েছে।
  • সীমানা প্রাচীর, ক্যাম্পাসের সংযোগ রাস্তা নির্মাণসহ কারিগরি প্রশিক্ষণের জন্য ট্রেনিং ওয়ার্কসপ ও স্কুল ভবন নির্মাণ কাজ চলমান।

নির্মিত প্রধান গেট ও সংযোগ রাস্তা

 

নির্মিত প্রশাসনিক কাম ফ্যাকাল্টি ভবন (১০ তলা ভীত ১০ তলা সম্পন্ন)

 

নির্মিত ক্যাফেটেরিয়াসহ বিনোদন কেন্দ্র ও গেষ্ট হাউস ভবন (০৬ তলা ভীত ০৬ তলা সম্পন্ন)

 

 

 

নির্মিত সাধারণ হোস্টেল (মহিলা) (০৬ তলা ভীত ০৬ তলা সম্পন্ন)

 

 

জামালপুর আরডিএ পরিদর্শনকালীন মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরের সাবেক এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক জনাব আবুল কালাম আজাদ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব জনাব মোঃ রেজাউল আহসান; আরডিএ, বগুড়ার মহাপরিচালক জনাব খলিল আহমদ (অতিরিক্ত সচিব)।

 

আর্থিক অগ্রগতি:

অনুমোদিত প্রকল্প বরাদ্দ

:

৩৯৮৯.০০  লক্ষ টাকা

জুন ২০২২ পর্যন্ত ক্রমপুঞ্জিত ব্যয়

:

৩০৬৮.৬০  লক্ষ টাকা। বাস্তব অগ্রগতি ৮৬.৬৭% এবং আর্থিক অগ্রগতি ৭৬.৯৩%।

 

 

 

 

 

ফেসবুক পেজ.............