Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ August ২০২২

বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী পালন


প্রকাশন তারিখ : 2022-08-08

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, মহীয়সী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী ০৮ আগস্ট ২০২২ পল্লী উন্নয়ন একাডেমী বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। একাডেমীর বঙ্গবন্ধু কর্নারে স্থাপিত বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর প্রতিকৃতিতে একাডেমীর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) খলিল আহমদ এর নেতৃত্বে একাডেমীর সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর, আইডব্লিউএম সম্মেলন কক্ষে মহাপরিচালক মহোদয়ের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মূল আলোচক হিসেবে আলোচনা করেন আন্দালীব মাহেজাবীন, উপ- পরিচালক, আরডিএ, বগুড়া।আলোচনায় আরও অংশ নেন রেবেকা সুলতানা,উপ-পরিচালক; সুমাইয়া আক্তার বাঁধন, সহকারী পরিচালক, সুস্মিতা তাসনীম,সহকারী পরিচালক, আরডিএ, বগুড়া। বাদ যোহর একাডেমী জামে মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিকালে একাডেমির বঙ্গবন্ধু কর্নারে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।