Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd ফেব্রুয়ারি ২০১৭

২১শে ফেব্রুয়ারী জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস - ২০১৭ পালিত


প্রকাশন তারিখ : 2017-02-22

আরডিএ বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় ২১শে ফেব্রুয়ারী জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস- ২০১৭ পালিত হয়। এ উপলক্ষে  দিনটিকে ঘিরে নানা কর্মসূচী সাজানো হয়। আরডিএ’র ভারপ্রাপ্ত মহাপরিচালক, ড. একেএম জাকারিয়ার নের্তৃত্বে প্রভাত ফেরীর মাধ্যেমে শুরু হয় দিবসের কর্মসূচী । প্রভাত ফেরীতে অংশগ্রহন করেন আরডিএ’র সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জনাব এমএ মতিন, মহপরিচালক, আরডিএ- এর  সহধর্মিনী মিসেস সাবিনা আফরোজ এর নের্তৃত্বে আরডিএ মহিলা ক্লাব, আরডিএ অনুষদ পরিষদ, আরডিএ অফিসার্স এ্যাসোসিয়েশন, আরডিএ’র কর্মচারী ইউনিয়ন, আরডিএ ল্যাবঃ স্কুল এন্ড কলেজের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ, আরডিএ ল্যাবঃ স্কুল এন্ড কলেজ, বগুড়া এর এ্যালামনাই এ্যাসোসিয়েশন, আরডিএতে প্রশিক্ষণরত আর-৬৩তম, ৫৮তম (স্বাস্থ্য) বুনিয়াদি কোর্সের অংশগ্রহণকারীবৃন্দ। প্রভাত ফেরী শেষে সকলে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পন করেন। এছাড়াও শিশুদের চিত্রাংকন প্রতিয়োগিতা, দেশাত্ত্ববোধক গান ও শহীদদের স্বরনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাদ যোহর একাডেমী জামে মসজিদে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।