দেশকে সুরক্ষিত রাখা এবং মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার প্রত্যয় নিয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং আরডিএ ল্যাবরেটরি স্কুল ও কলেজের বার্ষিক ক্রীয়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। দিনব্যাপি কর্মসূচীর মধ্যে ছিল আরডিএ ল্যাবরেটরি স্কুল ও কলেজের বার্ষিক ক্রীয়া প্রতিযোগীতা, প্রীতি ফুটবল, ভলিবল ও সাতার প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ এবং বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে আরডিএ জামে মসজিদে মোনাজাত ।
দিনব্যাপি অনুষ্ঠানগুলোতে একাডেমীর মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. একেএম জাকারিয়া, পরিচালক (প্রশিক্ষণ), সভাপতিত্ব করেন। এছাড়া একাডেমীর পরিচালক বৃন্দ এবং সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ও ল্যাবরেটরি স্কুল ও কলেজের অধ্যক্ষসহ সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী অংশগ্রহন করেন।