Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ ফেব্রুয়ারি ২০২০

Workshop on the Role of All Department for the Implement of My Village My Town.


প্রকাশন তারিখ : 2020-02-09

“Workshop on the Role of All Department for the Implement of My Village My Town” বিষয়ক কর্মশালা পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া’র আইটি ভবনে গত ০৮/০২/২০২০ তারিখে অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন ড. মোঃ মোজাম্মেল হক খান, কমিশনার (অনুসন্ধান), দূর্নীতি দমন কমিশন। কর্মশালায় আমার গ্রাম আমার শহর বিষয়ে  কিনোট পেপার উপস্থাপনা করেন জনাব মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও মহাপরিচালক, পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া। কর্মশালায় সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. হোসনে আরা বেগম, নির্বাহী পরিচালক, টিএমএসএস, বগুড়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফয়েজ আহাম্মদ, জেলা প্রশাসক, বগুড়া, জনাব মোঃ ইজার উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট, জাইকা এ্যালামনাই এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, প্রকৌশলী সাইদ মাহফুজ আহমদ, পিইঞ্জি:। এছাড়াও কর্মশালায় পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া’র অনুষদ সদস্যবৃন্দ, জাইকা এ্যালামনাই এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও, ড. মোঃ মোজাম্মেল হক খান, কমিশনার (অনুসন্ধান), দূর্নীতি দমন কমিশন একাডেমীর অডিটরিয়াম-এ বাংলাদেশ স্কাউট, বগুড়া জেলার আয়োজনে স্কাউটিং কার্যক্রম বিষয়ে অবহিতকরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।