পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ায় দুই মাস মেয়াদী (১৬ ফেব্রুয়ারি-১৫ এপ্রিল ২০২০) “নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানী বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল) এর কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ” কোর্সের উদ্বোধন অনুষ্ঠান ১৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে আরডিএ’র আইটি ভবনে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ডাঃ মোঃ সানোয়ার হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়ার মহাপরিচালক জনাব মোঃ আমিনুল ইসলাম।
১৬ ফেব্রুয়ারি-১৫ এপ্রিল ২০২০ মেয়াদে অনুষ্ঠিত বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সটির কোর্স পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব মোঃ আব্দুস সামাদ, পরিচালক (প্রশাসন); কোর্স সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব মোঃ খালিদ আওরঙ্গজেব (যুগ্ম-পরিচালক), জনাব শেখ শাহরিয়ার মোহাম্মদ (উপ-পরিচালক) ও জনাব শুভাগত বাগচী (উপ-পরিচালক)।