Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ মার্চ ২০২১

আন্তর্জাতিক নারী দিবস ২০২১ উপলক্ষ্যে পল্লী উন্নয়ন একাডেমী বগুড়া'য় নারী উদ্যোক্তা মেলা


প্রকাশন তারিখ : 2021-03-08

৮ মার্চ, ২০২১ পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া পল্লী প্রশাসন ও জেন্ডার বিভাগের আয়োজনে একাডেমী চত্ত্বরে নারী উদ্যোক্তা মেলা বসে। উক্ত মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমী বগুড়া'র মহিলা ক্লাবের সভানেত্রী জনাব রুবিনা আক্তার। মেলাটিতে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ২৫ জন উদ্যোক্তা অংশ নেন।  

মেলায় পল্লী উন্নয়ন একাডেমী বগুড়া'র অনুষদসহ বিভিন্ন অঞ্চল থেকে আগত এক হাজারের বেশি লোক সমাগম হয়।  
 
মেলাটি ছিল স্বতস্ফূর্ত ও প্রাণবন্ত। মেলার উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি জনাব রুবিনা আক্তার বলেন, নারী দিবসে নারীদের স্বাবলম্বী হওয়ার অংগীকারবদ্ধ হওয়া উচিত। নারী হিসেবে নয় মানুষ হিসেবে নারীদের পরিচিতি পাওয়ার জন্য নারীদের পরিশ্রম করতে হবে।  
 
মেলার আয়োজক পল্লী প্রাশাসন ও ডেন্ডার বিভাগের পরিচালক জনাব মাকছুদ আলম খান বলেন খুব অল্প সময়ে এই মেলার আয়োজন করা হয়েছে ভবিষ্যতে গ্রামীণ নারী উদ্যোক্তাদের পরিচিতি বাড়াতে আরো বড় আকারে আয়োজন করা হবে।  
 
মেলায় রুরাল ওমেন ই-কমার্স স্কুল (রুই) এর পাঁচজন উদ্যোক্তা অংশ নিয়েছেন। মেলাটি সকাল ৯ঃ০০ টায় শুরু হয়ে বিকাল ৫ঃ০০ পর্যন্ত চলে। মেলার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের সুভিনিয়র ও সনদপত্র প্রদান করা হয়।