“পল্লী উন্নয়ন: আরডিএ, বগুড়ার গবেষণা অভিজ্ঞতা বিনিময় শীর্ষক প্রশিক্ষণ কোর্স” ২৬-২৯ ডিসেম্বর, ২০১৬ মেয়াদে পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ায় অনুষ্ঠিত হচ্ছে। এই কর্মসূচী’র উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: আব্দুল বাকী, যুগ্ম সচিব ও পরিচালক, পিপিআর, বিপিএটিসি এবং সভাপতিত্ব করেন জনাব এম এ মতিন, মহাপরিচালক (ভারপ্রাপ্ত), পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ড. মোস্তফা কামাল ও ড. নাজিমুদ্দীন, প্রফেসর, আইবিএস, রাজশাহী বিশ্ববিদ্যালয়। কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (সিডিসি), আরডিএ, বগুড়া ও আইবিএস, রাজশাহী বিশ্ববিদ্যালয় এর যৌথ আয়োজনে এই প্রশিক্ষণ কোর্সটি অনুষ্ঠিত হচ্ছে। আইবিএস, রাজশাহী বিশ্ববিদ্যালয় এর এমফিল ও পিএইচডি ফেলোবৃন্দ এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহন করেন। কোর্সটির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ড. মুনসুর রহমান, যুগ্ম-পরিচালক, পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া ও কোর্স সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন যথাক্রমে সারাওয়াত রশিদ ও জনাব শেখ শাহরিয়ার মোহাম্মদ, উপ-পরিচালক, পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া।