পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া ১৯৭৪ সালের ১৯ জুন তারিখে প্রতিষ্ঠা লাভ করে। ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে একাডেমী দিনব্যাপি বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে। সকালে স্বাস্থ্য বিধি মেনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচীর সূচনা হয়। একাডেমীর মহাপরিচালক ও অতিরিক্ত সচিব জনাব খলিল আহমদ-এর নের্তৃত্বে সকল কর্মকর্তা-কর্মচারী, মহিলা ক্লাবের সভাপতি, চলমান প্রশিক্ষণসমূহের প্রশিক্ষণার্থীবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর সকল কর্মসূচীতে অংশগ্রহণ করেন। রঙ্গীন বেলুন উড়ানো ও পায়রা অবমুক্তকরণ করা হয়। এছাড়াও মহাপরিচালক মহোদয় একাডেমীর নার্সারীতে কলম পদ্ধতি ব্যবহার করে চারা উৎপাদন কার্যক্রম এবং নবনির্মিত সাউন্ড স্টুডিও “প্রশান্তি” উদ্বোধন করেন।
কালশীমাটি গ্রামের নির্বাচিত দরিদ্র পরিবারের মাঝে মাছের পোনা, ফলদ ও বনজ বৃক্ষ বিতরণ করা হয়।
বাদ যোহর একাডেমীর জামে মসজিদে সকল শহীদ, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারবর্গ ও দেশের মঙ্গল-সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।