Wellcome to National Portal
  • 2022-10-24-04-20-1dadb90950c9bb8e0701e577ba3c2b01
  • 2022-05-31-03-58-d5796d8723a7a338e78c4109e37cef48
  • 2022-05-29-06-39-3256cb23616d248fe331560a2b52d512
  • 2022-05-29-06-51-4f8f6b5b85695bee01da2ffcac7a39f8
  • 2022-05-29-06-49-7228788fd2430a81d48a4edb2fb66cb5
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ ফেব্রুয়ারি ২০১৭

পল্লী উন্নয়ন সংযুক্তি কর্মসূচী


প্রকাশন তারিখ : 2016-11-28

IMG_1713 IMG_1677

IMG_1665 IMG_1672

IMG_1714 IMG_1725

পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া’য় বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয় ও পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ার যৌথ উদ্যোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অনুষ্ঠানরত বিসিএস ক্যাডার কর্মকর্তাদের R-63 তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের “পল্লী উন্নয়ন সংযুক্তি কর্মসূচী” ২৭ নভেম্বর- ০৮ ডিসেম্বর ২০১৬ মেয়াদে শুরু হয়েছে। ১৫দিন ব্যাপি এই কর্মসূচী’র উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোস্তাক আহম্মেদ, উপ-পরিচালক ও কোর্স সমন্বয়ক, বিপিএটিসি  । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব এম এ মতিন, মহাপরিচালক (ভারপ্রাপ্ত), পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া। দেশের চারটি প্রতিষ্ঠান বিপিএটিসি, বার্ড, বিয়াম, বিটিসিএল এ অংশগ্রহণকারী ১০০জন ক্যাডার কর্মকর্তা এই কর্মসূচীতে অংশগ্রহণ করেন। কর্মসূচী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন জনাব মোঃ নুরুল আমিন, যুগ্ম-পরিচালক, পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া ও কোর্স সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছেন যথাক্রমে জনাব মোঃ দেলোয়ার হোসেন, উপ-পরিচালক ও ডাঃ মোঃ রিয়াজুল ইসলাম, সহকারী পরিচালক, পল্লী  উন্নয়ন একাডেমী, বগুড়া।

অংশগ্রহণকারীদের তালিকা