Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ জানুয়ারি ২০২২

দুই মাসব্যাপি এলজিইডি’র প্রকৌশলীদের ৪৫তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন


প্রকাশন তারিখ : 2022-01-10

এলজিইডি’র প্রকৌশলীদের ৪৫তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স ১০ জানুয়ারি হতে ১০ মার্চ ২০২২ মেয়াদে পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া’য় অনুষ্ঠিত হচ্ছে। উক্ত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব হাবিবুল আজিজ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৗশল অধিদপ্তর, ঢাকা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ গোলাম কবিব, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, এলজিইডি, বগুড়া অঞ্চল, বগুড়া। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব খলিল আহমদ, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া । উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ড. সমীর কুমার সরকার, কোর্স পরিচালক ও পরিচালক (কৃষি বিজ্ঞান), পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া। এছাড়াও প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন একাডেমীর পরিচালক (প্রশিক্ষণ) জনাব মোঃ ফেরদৌস হোসেন খান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলজিইডি’র প্রতিনিধি ও একাডেমীর বিভিন্ন বিভাগের পরিচালকসহ অন্যান্য অনুষদ সদস্যগণ। বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে এলজিইডি’র ৪০ জন সহকারী ও উপজেলা সহকারী প্রকৌশলী প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করছেন।