Wellcome to National Portal
  • 2022-10-24-04-20-1dadb90950c9bb8e0701e577ba3c2b01
  • 2022-05-31-03-58-d5796d8723a7a338e78c4109e37cef48
  • 2022-05-29-06-39-3256cb23616d248fe331560a2b52d512
  • 2022-05-29-06-51-4f8f6b5b85695bee01da2ffcac7a39f8
  • 2022-05-29-06-49-7228788fd2430a81d48a4edb2fb66cb5
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ August ২০২১

“লাইভস্টক সার্ভিস প্রোভাইডার (এলএসপি)” শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্ভোধন


প্রকাশন তারিখ : 2021-08-29

২৯ আগস্ট ২০২১, রবিবার, খাদ্য ও কৃষি সংস্থা (FAO) এবং পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ার যৌথ উদ্যোগে ১৪দিন ব্যাপী “লাইভস্টক সার্ভিস প্রোভাইডার (এলএসপি)” শীর্ষক প্রশিক্ষণ কোর্সটির উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কোর্সে ৩টি জেলার ৬টি উপজেলা হতে মোট ৩০জন (১৭জন পুরুষ ও ১৩ জন মহিলা) গ্রামীণ যুবক ও যুব মহিলা অংশগ্রহণ করেন। খামার পর্যায়ে গবাদিপ্রাণী পালন, গো-খাদ্য উৎপাদন, স্থানীয় পর্যায়ে গবাদিপ্রাণীর প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয়ে বাস্তব ধারণা প্রদান করাই এ প্রশিক্ষণ কোর্সটির মূল উদ্দেশ্য।  প্রশিক্ষণ কোর্সের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিএ’র সম্মানিত মহাপরিচালক জনাব খলিল আহমদ (অতিরিক্ত সচিব); বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ আব্দুল কাদের, ন্যাশনাল লিড অগ্রোনমিস্ট, খাদ্য ও কৃষি সংস্থা (FAO); উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ ফেরদৌস হোসেন খান, পরিচালক (প্রশিক্ষণ), আরডিএ, বগুড়া। মহাপরিচালক মহোদয় তাঁর উদ্ভোধনী বক্তব্যে প্রশিক্ষণ হতে অর্জিত জ্ঞান বাস্তবক্ষেত্রে প্রয়োগের মাধ্যমে বেকারত্ব বিমোচন ও আত্ম-কর্মসংস্থান সৃষ্টির প্রতি প্রশিক্ষণার্থীদের আহ্বান জানান।

2021-08-29-12-06-bf70564b56f407d824fada54ddf8a3ed    2021-08-29-12-25-ee200fcec5de2ff57f1f10ff7efafcf7

2021-08-29-12-26-7b4032eb8a1cdbcdda75477a261b1651