২২/০২/২০২৪ খ্রি: তারিখে পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ার পল্লী পাঠশালা রিসার্চ সেন্টার (পিপিআরসি) কর্তৃক আয়োজিত "স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের গুরুত্ব ও পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ার করণীয়" শীর্ষক একটি দিনব্যাপি সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাসরীন আফরোজ, নির্বাহী চেয়ারম্যান (সচিব), জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, প্রধানমন্ত্রীর কার্যালয়। সেমিনারে সভাপতিত্ব করেন জনাব মোঃ খুরশীদ ইকবাল রেজভী, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহ জুলফিকার হায়দার, উপসচিব, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। সেমিনারে কনভেনর হিসেবে দায়িত্ব পালন করেন একাডেমীর অতিরিক্ত মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন একাডেমীর যুগ্ম পরিচালক ড. মোঃ আব্দুল মজিদ প্রামাণিক। উক্ত সেমিনারটি সঞ্চালনায় ছিলেন একাডেমীর যুগ্ম পরিচালক ও পল্লী পাঠশালা রিসার্চ সেন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জনাব শেখ শাহরিয়ার মোহাম্মদ। সেমিনারটিতে বগুড়া চেম্বার ও কমার্স ইন্ডাস্ট্রি এর প্রতিনিধিবৃন্দ, বাংলাদেশ এগ্রো মেশিনারি ম্যানুফ্যাকচারিং এসোসিয়েশনের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন ফিড মিল কোম্পানির প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিবৃন্দ, শিল্প মালিক সমিতির প্রতিনিধিবৃন্দ, সোনালী, জনতা, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, ব্যাংক এশিয়াসহ বিভিন্ন ব্যাংকের উর্ধতন কর্মকর্তাবৃন্দ, টিটিসি জয়পুরহাটের অধ্যক্ষ, প্রাণ আরএফএল গ্রুপ, শিনু গ্রুপ, রেমিকো ফিড মিল, বিআরটিসি, টিএমএসএস, গাক, ইএসডিও ঠাকুরগাঁও সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, আরডিএ'র অনুষদ সদস্যবৃন্দ, বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দসহ দক্ষতা উন্নয়ন বিষয়ক ০৩ টি কোর্সের ৬০ জন প্রশিক্ষণার্থীবৃন্দ। সেমিনার শেষে পল্লী পাঠশালা কেন্দ্রের মাধ্যমে এনএসডিএ অনুমোদিত দক্ষতা উন্নয়ন বিষয়ক (লেভেল-২) ০৩ টি প্রশিক্ষণ কোর্স যথা: ড্রাইভিং, ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেইনেন্স ফর কনস্ট্রাকশন এবং টেইলরিং এন্ড ড্রেস মেকিং এর শুভ উদ্বোধন করা হয়।