Wellcome to National Portal
  • 2022-10-24-04-20-1dadb90950c9bb8e0701e577ba3c2b01
  • 2022-05-31-03-58-d5796d8723a7a338e78c4109e37cef48
  • 2022-05-29-06-39-3256cb23616d248fe331560a2b52d512
  • 2022-05-29-06-51-4f8f6b5b85695bee01da2ffcac7a39f8
  • 2022-05-29-06-49-7228788fd2430a81d48a4edb2fb66cb5
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৬ ডিসেম্বর ২০২৩

বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের দুই মাস মেয়াদি ৮২তম ও ৮৩তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন


প্রকাশন তারিখ : 2023-12-06
পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) ও স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা এর যৌথ উদ্যোগে আয়োজিত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তাদের দুই মাস মেয়াদি ৮২তম ও ৮৩তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান আজ ০৬ ডিসেম্বর, ২০২৩ তারিখ আরডিএ, বগুড়ায় অনুষ্ঠিত হয়েছে।
 
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মো: খুরশীদ ইকবাল রেজভী, মহাপরিচালক (অতিরিক্ত সচিব), পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড. এ. বি. মোঃ শামছুজ্জামান, উপপরিচালক (শৃঙ্খলা), স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা। বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন ড. আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত মহাপরিচালক, আরডিএ, বগুড়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৮৩তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের কোর্স পরিচালক জনাব মোঃ ফেরদৌস হোসেন খান, পরিচালক (প্রশিক্ষণ), পল্লী উন্নয়ন একাডেমী বগুড়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ৮২তম বিশেষ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের কোর্স পরিচালক জনাব মোঃ খালিদ আওরঙ্গজেব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির অনুষদ সদস্যবৃন্দ, সহযোগী কোর্স পরিচালকদ্বয়, কোর্স সমন্বয়কবৃন্দ, ও অন্যান্য অতিথিবর্গসহ বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স দুটির ৮০ জন নবীন বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার কর্মকর্তা।
2023-12-06-08-51-71304f40a06d98720a4c25f9ec5fd47d
2023-12-06-08-51-768875f739d35ecce4f5dadda05dfb922023-12-06-08-52-6f6f8082b519cf224e13ed70164eb90f2023-12-06-08-52-0a132b205dc9299231a3f72ac19c3b0e