Wellcome to National Portal
  • 2022-10-24-04-20-1dadb90950c9bb8e0701e577ba3c2b01
  • 2022-05-31-03-58-d5796d8723a7a338e78c4109e37cef48
  • 2022-05-29-06-39-3256cb23616d248fe331560a2b52d512
  • 2022-05-29-06-51-4f8f6b5b85695bee01da2ffcac7a39f8
  • 2022-05-29-06-49-7228788fd2430a81d48a4edb2fb66cb5
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ August ২০১৬

আরডিএ স্কুল এন্ড কলেজের কৃতী শিক্ষার্থী সংবর্ধনা- ২০১৬


প্রকাশন তারিখ : 2016-07-22

 

0259

২১/৫ / ২০১৬ তারিখে সকাল ১০ ঘটিকায় আরডিএ অডিটোরিয়াম আরডিএ স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি- ২০১৬ এবং এইচএসসি- ২০১৫ পরীক্ষায় A+ প্রাপ্ত ১৭৩ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিএ বগুড়ার মহাপরিচালক প্রকৌশলী জনাব এমএ মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. একেএম জাকারিয়া, পরিচালক (প্রশিক্ষণ), জনাব মাহমুদ হোসেন খান, পরিচালক (CIWM), ড. মুনসুর রহমান, যুগ্ম পরিচালক আরডিএ, বগুড়া, জনাব মোঃ দুলাল উদ্দিন ফকির, সভাপতি- কর্মচারী ইউনিয়ন, আরডিএ, বগুড়া ও ডাঃ তুনারজিনা আখতার, সদস্য- গভর্ণিং বডি, আরডিএ ল্যাবঃ স্কুল এন্ড কলেজ, বগুড়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সেখ মোঃ আব্দুল মান্নান। সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের অভিভাবকেরাও উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানের মান উন্নয়নে অভিভাবকেরা অনেক গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন।