Wellcome to National Portal
  • 2022-10-24-04-20-1dadb90950c9bb8e0701e577ba3c2b01
  • 2022-05-31-03-58-d5796d8723a7a338e78c4109e37cef48
  • 2022-05-29-06-39-3256cb23616d248fe331560a2b52d512
  • 2022-05-29-06-51-4f8f6b5b85695bee01da2ffcac7a39f8
  • 2022-05-29-06-49-7228788fd2430a81d48a4edb2fb66cb5
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st August ২০২২

আরডিএ'র পক্ষ থেকে করতোয়া নদীতে দুই লক্ষাধীক মাছের পোনা অবমুক্ত করা হলো


প্রকাশন তারিখ : 2022-07-27
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষ্যে পল্লী উন্নয়ন একাডেমী কর্তৃক করতোয়া নদীতে দেশীয় কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদযাপন উপলক্ষ্যে পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া কর্তৃক করতোয়া নদীর রামনগর পয়েন্টে রুই, কাতলা, মৃগেল, কালিবাউস মাছের আঙুলি ও টেবিল সাইজের দুই লক্ষাধিক পোনা অবমুক্তকরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ার মহাপরিচালক খলিল আহমদ (অতিরিক্ত সচিব)। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, মাছ উৎপাদনে বাংলাদেশের সাফল্য আজ বিশ্বে স্বীকৃত। বাংলাদেশ অভ্যন্তরীন মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনে তৃতীয়, বদ্ধ জলাশয়ে চাষকৃত মাছ উৎপাদনে ৫ম, তেলাপিয়া উৎপাদনে বিশ্বে ৪র্থ ও এশিয়া মহাদেশে ২য়। এছাড়া, ইলিশ আহরণে বাংলাদেশ প্রথম। তিনি বলেন, বর্তমান সরকারের বিভিন্ন মৎস্যবান্ধব কার্যক্রম গ্রহণ ও চাষি পর্যায়ে লাগসই প্রযুক্তি সম্প্রসারণের ফলে মাছ উৎপাদনে বাংলাদেশ সফলতা দেখিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐকান্তিক প্রচেষ্টা ও প্রাজ্ঞ নেতৃত্বে ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশ প্রথমবারের মত মাছ উৎপাদনে স্বয়ংসমপূর্ণতা লাভ করে। যার ধারা এখনও অব্যাহত রয়েছে ও প্রতিবছর ক্রমাগত হারে তা বাড়ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন “মাছ হবে দ্বিতীয় রপ্তানিকারক পণ্য” তা আজ পূরণের পথে। তিনি উল্লেখ করেন, চাষকৃত মাছের উৎপাদন বাড়লেও জলবায়ু পরিবর্তন ও মনুষ্য সৃষ্ট বিভিন্ন কারণে নদী-নালায় মাছের প্রাচুর্যতা ব্যাপক হারে কমে যাচ্ছে। যারা আগে নদী থেকে মাছ আহরন করে খেতেন তাদেরকে এখন বাজার থেকে কিনে খেতে হচ্ছে। এছাড়া, নদী-নালায় মাছের প্রাচুর্যতা হ্রাস পাওয়ায় প্রান্তিক জেলেদের জীবিকা নির্বাহের উপর ব্যাপক চাপ সৃষ্টি করেছে।
করতোয়া নদীতে যাতে মাছের প্রাচুর্যতা বৃদ্ধি পায় সেজন্য পর্যায়ক্রমে একাডেমীর নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত গুণগত মানসমপন্ন ১ কোটি দেশীয় কার্প জাতীয় মাছের পোনা অবমুক্তকরণ করা হবে। নদ-নদীতে অবৈধ জালের ব্যবহার ও দূষণ রোধে স্থানীয় জনসাধারণকে সচেতন করে তোলা হবে।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, আরডিএ এর অতিরিক্ত মহাপরিচালক আব্দুল্লাহ আল মামুন, পরিচালক ড. নুরুল আমিন, বগুড়া জেলা মৎস্য কর্মকর্তা সরকার আনোয়ারুল কবীর আহম্মেদ, শেরপুর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাসুদ রানা সরকার। পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ার অন্যান্য অনুষদবর্গসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, নিরাপদ মাছ উৎপাদন বৃদ্ধিতে দেশের মানুষকে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্যে ‘নিরাপদ মাছে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে ২৩-২৯ জুলাই দেশব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হচ্ছে।
2022-07-28-06-58-0c4707cb2899c779da3ae03c1ffe2cac  2022-07-28-06-58-3c20095ce46c306e77ca37da589889f8
2022-07-28-06-59-b920c23201321d44fae2a90e4a3240a0  2022-07-28-07-00-ff2c1fce2f59270998ce6a640a4de276
2022-07-28-07-01-61b3bcace8449e20eac38a9c78fb5fe8  2022-07-28-07-01-501f6e8103cf606630a1c6f9b5668197
2022-07-28-07-02-643893b63bd868590dfe583c33ecb6e7
নিউজ ক্লিপ:
2022-07-28-07-05-5e762d674a6edb4482b658bdfe2afe42