Wellcome to National Portal
  • 2022-10-24-04-20-1dadb90950c9bb8e0701e577ba3c2b01
  • 2022-05-31-03-58-d5796d8723a7a338e78c4109e37cef48
  • 2022-05-29-06-39-3256cb23616d248fe331560a2b52d512
  • 2022-05-29-06-51-4f8f6b5b85695bee01da2ffcac7a39f8
  • 2022-05-29-06-49-7228788fd2430a81d48a4edb2fb66cb5
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ August ২০২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ পালন


প্রকাশন তারিখ : 2021-08-15

পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া’য় যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ পালিত হয়। দিবসটি উপলক্ষে একাডেমী প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। সূর্যোদয়ের সাথে সাথে অর্ধনমিত জাতীয় করা পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা করা হয়। যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক একাডেমীর কর্মকর্তা-কর্মচারীগণ কালোব্যাচ ধারণ করে মহাপরিচালক মহোদয়ের নেতৃত্বে সকাল নয়টায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় একাডেমীর অফিসার্স অ্যাসোসিয়েশন, অনুষদ পরিষদ, আরডিএ ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মহোদয়, আরডিএ’র মহিলা ক্লাব এবং কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে আলাদা আলাদাভাবে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

আরডিএ ল্যাব. স্কুল এন্ড কলেজ, বগুড়া কর্তৃক ভার্চুয়াল প্লাটফর্মে “বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ” শীর্ষক চিত্রাঙ্কন, রচনা, কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগীতায় স্কুল ও কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফুর্ত অংশগ্রহন করে। এরপর একাডেমীর অডিটরিয়ামে “বঙ্গবন্ধুঃ স্বাধীনতার রূপকার” শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন একাডেমীর পরিচালক ড. সমীর কুমার সরকার। সভায় বঙ্গবন্ধুর জীবন-দর্শন নিয়ে আলোচনায় অংশগ্রহণ করে একাডেমীর বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে “নিবেদিত প্রাণে নিবেদন” শীর্ষক কবিতা আবৃত্তি অনষ্ঠানের আয়োজন করা হয়। একাডেমীর মহাপরিচালক মহোদয়সহ একাডেমীর কর্মকর্তাগণ, আরডিএ ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহিদ সদস্যদের নিয়ে লেখা বিভিন্ন কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠান শেষে মহাপরিচালক মহোদয় অংশগ্রহণকারী এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়। উল্লেখ্য যে, বঙ্গবন্ধু রচিত তিনটি বই ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ এবং ‘আমার দেখা নয়াচীন’ সহ বাংলাদেশ শিশু একাডেমি প্রকাশিত শিশুদের জন্য বঙ্গবন্ধুর জীবনীর ওপর লেখা ২৬টি বই পুরষ্কার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।   

বাদ জোহর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যসহ ১৫ আগস্টের সকল শহিদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে আরডিএ কর্তৃক বিশেষ ভিউকার্ড প্রকাশ ও বিতরণ করা হয়।

2021-08-15-06-48-efa1e86b7a55a89ee2132b68685ae5b6    2021-08-15-12-48-a146e1347d78334ef011d439c505676c

2021-08-15-12-49-610e8e4109b5eb0476148cf21b976da9    2021-08-15-12-49-8f458386b91a24089f2d861aa5972839

2021-08-15-12-50-c0e9cc785d426b3b30f57a0eb40dcbb9    2021-08-15-12-51-c3ffb9ee64ee97e48c973ec92197a713

2021-08-15-12-52-9b0c8350429cf0043efbf19d305f5fc3    2021-08-15-12-52-127901b421cbedc2971c72bc9a200273

2021-08-15-12-54-23206dcd0090d8094201ea4f8f3ad39a    2021-08-15-12-54-70a81d7d95ec88e8695b39f20c022b19

2021-08-15-12-56-0afe7f1afff8dada20f651b7c94c8cee    2021-08-15-12-56-2c10c6427db5a073d9bbcc9fbd40ed0a

2021-08-15-13-13-174cc77e3caa2e0f6476ab06c1b487da    2021-08-15-13-14-ca3e8b43f83a7d0d8806ea7bfea96ae8

2021-08-15-13-10-cc78da2380293efff9941f4cdb1cef4e    2021-08-15-13-10-d981298ca98849756a98f8ab49264e0e

2021-08-15-13-11-c9bf6c1f249c643bd1d98af98ae0ca3d    2021-08-15-13-11-a957d8cfd417a68d710050db0ff38d68

2021-08-15-13-12-b66ecf23f4d4ce491c339c2d528186d7    2021-08-15-13-14-0a2a12e32865c320b9c1df51b9d732d4

2021-08-15-13-15-5b07bcc1d1a50002a7bd839d15e4564c    2021-08-15-13-16-11a78955b0dce4d82b2d48208a4a586b