পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া’য় যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২১ পালিত হয়। দিবসটি উপলক্ষে একাডেমী প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। সূর্যোদয়ের সাথে সাথে অর্ধনমিত জাতীয় করা পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কর্মসূচির সূচনা করা হয়। যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক একাডেমীর কর্মকর্তা-কর্মচারীগণ কালোব্যাচ ধারণ করে মহাপরিচালক মহোদয়ের নেতৃত্বে সকাল নয়টায় জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় একাডেমীর অফিসার্স অ্যাসোসিয়েশন, অনুষদ পরিষদ, আরডিএ ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মহোদয়, আরডিএ’র মহিলা ক্লাব এবং কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে আলাদা আলাদাভাবে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
আরডিএ ল্যাব. স্কুল এন্ড কলেজ, বগুড়া কর্তৃক ভার্চুয়াল প্লাটফর্মে “বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ” শীর্ষক চিত্রাঙ্কন, রচনা, কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগীতায় স্কুল ও কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফুর্ত অংশগ্রহন করে। এরপর একাডেমীর অডিটরিয়ামে “বঙ্গবন্ধুঃ স্বাধীনতার রূপকার” শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন একাডেমীর পরিচালক ড. সমীর কুমার সরকার। সভায় বঙ্গবন্ধুর জীবন-দর্শন নিয়ে আলোচনায় অংশগ্রহণ করে একাডেমীর বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে “নিবেদিত প্রাণে নিবেদন” শীর্ষক কবিতা আবৃত্তি অনষ্ঠানের আয়োজন করা হয়। একাডেমীর মহাপরিচালক মহোদয়সহ একাডেমীর কর্মকর্তাগণ, আরডিএ ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহিদ সদস্যদের নিয়ে লেখা বিভিন্ন কবিতা আবৃত্তি করেন। অনুষ্ঠান শেষে মহাপরিচালক মহোদয় অংশগ্রহণকারী এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়। উল্লেখ্য যে, বঙ্গবন্ধু রচিত তিনটি বই ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ এবং ‘আমার দেখা নয়াচীন’ সহ বাংলাদেশ শিশু একাডেমি প্রকাশিত শিশুদের জন্য বঙ্গবন্ধুর জীবনীর ওপর লেখা ২৬টি বই পুরষ্কার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
বাদ জোহর বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যসহ ১৫ আগস্টের সকল শহিদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে আরডিএ কর্তৃক বিশেষ ভিউকার্ড প্রকাশ ও বিতরণ করা হয়।