Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ মে ২০১৮

আরডিএ খামার এবং ল্যাবঃ স্কুল এন্ড কলেজ আধুনিকায়ন প্রকল্প

বাংলাদেশ সরকারের অর্থায়নে জানুয়ারি ২০১৪ হতে ডিসেম্বর ২০১৭ মেয়াদে ইহা একটি চলমান প্রকল্প। গ্রামবহুল বাংলাদেশে পল্লী উন্নয়ন ব্যতিরেকে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। পল্লী উন্নয়ন একাডেমী বগুড়া ১২০ একর জমির উপর সবুজ শ্যামল ক্যাম্পাস গড়ে উঠেছে। যেখানে  ৮০ একর জমিতে একটি প্রদর্শনী খামার রয়েছে। প্রায়োগিক গবেষণার মাধ্যমে কৃষি ক্ষেত্রে লাগসই প্রযুক্তি উদ্ভাবন এবং উদ্ভাবিত প্রযুক্তিসমূহ ও ফলাফল প্রদর্শনের মাধ্যমে দ্রম্নত সম্প্রসারণ/বিস্তারের জন্য এ প্রদর্শনী কাজ করে যাচ্ছে। বাংলাদেশের প্রেক্ষপটে কৃষি ও পল্লী উন্নয়নের সকল উপাদানের সমন্বয়ে সজ্জিত একাডেমী প্রদর্শনী খামারকে ভারতের হায়দ্রাবাদে অবস্থিত NIRD এর আদলে একটি Technology Park হিসেবে গড়ে তোলা। পাশাপাশি  ১৯৮৫ খ্রিষ্টাব্দে গ্রামীণ জনপদের গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের এবং একাডেমীর সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দের সস্তান-সন্ততিদের লেখাপড়ার সুবিধার্থে পল্লী উন্নয়ন একাডেমী ল্যাবরেটরী স্কুল প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠানটির অবকাঠামোগত সুযোগসুবিধা ও আধুনিক শিক্ষাপোকরণ নিশ্চিত করণে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

 

প্রকল্পের মূল উদ্দেশ্য

আরডিএ, বগুড়া’র প্রদর্শনী খামারের প্রযুক্তিগত উৎকর্ষতা সম্প্রসারণ ও আধুনিকায়নসহ একাডেমী ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের শিক্ষা প্রযুক্তিসহ শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য।

প্রকল্পের সুনির্দিষ্ট উদ্যাবলী নিম্নরূপঃ

(ক) একাডেমী প্রদর্শনী খামারকে আধু্িনক প্রযুক্তি পার্কে রূপান্তরের জন্য বিদ্যমান সুযোগ সুবিধার উন্নয়ন;

(খ) দক্ষতার সাথে প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে প্রদর্শনী, প্রশিক্ষণ এবং গবেষণা কার্যক্রমের সুযোগ সুবিধা উন্নয়ন;

(গ) প্রদর্শনী খামারকে প্রশিক্ষণ গ্রাউন্ডে পরিণত করে ফলিত গবেষণা ও প্রদর্শনীর মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতনতা এবং জ্ঞান/অভিজ্ঞতার উন্নয়ন ও সম্প্রসারণ;

(ঘ) একাডেমী ল্যাবঃ স্কুল এন্ড কলেজে আধুনিক এবং মানসম্পন্ন শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণে ভৌত কাঠামো এবং ল্যাবরেটরী সুযোগ সুবিধার উন্নয়ন; এবং

(ঙ) একাডেমীর অনুষদ সদস্য এবং একাডেমী ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের শিক্ষকবৃন্দের পেশাগতদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি আধুনিক তথ্য প্রযুক্তিসমৃদ্ধ ল্যাব স্থাপন করে ডিজিটাল বাংলাদেশের উন্নয়ন সাধন।

 

প্রকল্পের আওতায় উল্লেখযোগ্য কর্মকান্ড

অবকাঠামো উন্নয়ন

(১)  আরডিএ ল্যাব: স্কুল এন্ড কলেজের প্রশাসনিক ভবণ (১০ তলা ফাউন্ডেশন বিশিষ্ট) ৩ তলা পর্যন্ত নির্মাণ (৩৩৩৬ বর্গমিটার)।

(২)  মহিলা হোষ্টেল ভবণ (১০ তলা ফাউন্ডেশন বিশিষ্ট) ৩ তলা পর্যন্ত নির্মাণ (১৩৫০ বর্গমিটার)।

(৩)  সেলফ্ হেলপ্ গ্রুপের জন্য আবাসন ভবণ (১০ তলা ফাউন্ডেশন বিশিষ্ট) ২ তলা পর্যন্ত নির্মাণ (৬৪০ বর্গমিটার)।

(৪)  প্রকল্পের আওতায় আরডিএ’র ০৮টি ইউনিট যথা: ফসল ইউনিট, নার্সারী ইউনিট, পোল্ট্রি ইউনিট, ডেইরি ইউনিট, মৎস্য ইউনিট, টিস্যু কালচার এন্ড বায়োটেকনোলজি ইউনিট, বায়োগ্যস, সেচ ও কৃষি যন্ত্রপাতি ইউনিট, কৃষি প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বিপপন (এপিএম) ইউনিট এর বিভিন্ন ধরনের অবকাঠামো উন্নয়ন কাজ।

 

যন্ত্রপাতি ও সরঞ্জামাদি সংগ্রহ

(১)  প্রকল্পের আওতায় আরডিএ’র ০৮টি ইউনিট যথা: ফসল ইউনিট, নার্সারী ইউনিট, পোল্ট্রি ইউনিট, ডেইরি ইউনিট, মৎস্য ইউনিট, টিস্যু কালচার এন্ড বায়োটেকনোলজি ইউনিট, বায়োগ্যস, সেচ ও কৃষি যন্ত্রপাতি ইউনিট, কৃষি প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বিপপন (এপিএম) ইউনিট আধুনিকায়নে যন্ত্রপাতি ও সরঞ্জামাদি সংগ্রহ।

(২)  আরডিএ ল্যাব: স্কুল এন্ড কলেজের আইটি ল্যাব: যন্ত্রপাতি সংগ্রহ/ক্রয়।

(৩)  ১টি স্কুল বাস, ১টি প্রশিক্ষণ বাস, এবং ১টি পিক-আপ সংগ্রহ।

 

প্রশিক্ষণ

প্রকল্পের আওতায় মোট ৫০০ জনকে বিভিন্ন আইজিএ কর্মকান্ডের উপর প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।  

 

ক্রমপঞ্জিত অগ্রগতি (জুন ২০১৬ পর্যন্ত)

অবকাঠামো উন্নয়ন

প্রকল্পের আওতায় মোট ৩টি ভবণ যেমন- আরডিএ ল্যাবঃ স্কুল এন্ড কলেজের প্রশাসনিক ভবণ, মহিলা হোষ্টেল ভবণ ও সেলফ্ হেলপ্ গ্রুপের জন্য আবাসন ভবণ নিমার্ণ। গত ১২/১১/২০১৫ ইং তারিখে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক আরডিএ ল্যাব: স্কুল এন্ড কলেজের প্রশাসনিক ভবণের ভিত্তি ফলক উন্মোচন করা হয়েছে। উক্ত ভবনের ২য় তলার কলাম নির্মাণ চলছে।

দশ তলা ফাউন্ডেশন বিশিষ্ট (৩ তলা পর্যন্ত সম্পন্ন হবে), মহিলা হোষ্টেল নির্মাণ কাজ চলছে। এছাড়াও ১০ তলা ফাউন্ডেশন বিশিষ্ট (২ তলা পর্যন্ত নির্মাণ সম্পন্ন হবে) সেল্ফ হেলপ্ গ্রুপের জন্য আবাসিক ভবন নির্মাণ কাজ চমান।

প্রকল্পের আওতায় প্রদশর্নী খামারে ডেইরী ইউনিটে উন্নত জাতের ১১ দুগ্ধবতী গাভী বাছুরসহ সংগ্রহ করা হয়েছে;

প্রকল্পের আওতায় মোট ৫০০ জনের প্রশিক্ষণের লক্ষ্যমাত্রার বিপরীতে এ পর্যন্ত ১০০ জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

আরডিএ খামারের ৩টি ইউনিটের অবকাঠামোগত সম্প্রসারণের কাজ সম্পন্ন হয়েছে।

এপিএম ইউনিটের কতিপয় যন্ত্রপাতি সংগ্রহ করা হয়েছে।

 

 

প্রকল্পের আওতায় নির্মাণাধীন আরডিএ ল্যাব: স্কুল এন্ড কলেজের একাডেমীক ভবনের নক্সা অনুযায়ী ভিউ (১০ তলা ফাউন্ডেশন) প্রথাম পর্যায়ে ৩ তলা পর্যন্ত নির্মিত হবে।

 

 

 

আরডিএ ল্যাব. স্কুল এন্ড কলেজের ছাত্রীদের জন্য মহিলা হোষ্টেল ভবণের নক্সা অনুযায়ী ভিউ (১০ তলা ফাউন্ডেশন বিশিষ্ট) প্রথাম পর্যায়ে ৩ তলা পর্যন্ত নির্মিত হবে।

 

প্রদশর্নী খামারে ডেইরী ইউনিটে জন্য সংগৃহীত উন্নতজাতের জাতের দুগ্ধবতী গাভী বাছুরসহ

 

আরডিসিডির মাননীয় সচিব কর্তৃক ভবনের কার্যক্রম পরির্দশন করছেন।