Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ ডিসেম্বর ২০২১

টিস্যু কালচার এন্ড বায়োটেকনোলজি ইউনিট

 

একাডেমীর ৮টি ইউনিটের মধ্যে টিস্যুকালচার ইউনিট অন্যতম । একাডেমীর প্রদর্শনী খামার সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের আওতায় এই ইউনিটে বায়োটেকনোলজী ল্যাবরেটরী স্থাপন করা হয়। প্রারম্ভিক পর্যায় থেকেই এই ইউনিট টিস্যুকালচারের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ ফসলের রোগমুক্ত অনুচারা (Plant-lets) উৎপাদনের কলাকৌশল উদ্ভাবনের জন্য গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছে। বর্তমানে টিস্যুকালচারের মাধ্যমে সফলভাবে আলু ও স্ট্রবেরী চারা বাণিজ্যিক ভাবে উৎপাদন শুরু করেছে। এছাড়া আঙ্গুর, অর্কিড, কলা ও স্টেভিয়ার রোগমুক্ত অনুচারা উৎপাদনের জন্য গবেষণা কার্যক্রম চলমান রয়েছে। প্রতিবছর এ ইউনিটের আওতায় বিভিন্ন জাতের ও মানের (মিনিটিউবার/প্রিব্রীডার, ব্রীডার, ভিত্তি ও প্রত্যায়িত) শতভাগ রোগমুক্ত বীজ আলু উৎপাদন করে আসছে যা বিভিন্ন কোম্পানী ছাড়াও প্রাথমিক চাষীদের মধ্যে সুলভ মূল্যে সরবরাহ করা হয়। বর্তমানে টিস্যুকালচারের মাধ্যমে সফলভাবে স্ট্রবেরীর অনুচারা উৎপাদন, মাঠ পর্যায়ে সম্প্রসারণ এবং বানিজ্যিক ভাবে সরবরাহ শুরু করেছে। এছাড়াও প্রতিবছর একাডেমী নিজস্ব অর্থায়নে এ ইউনিটের আওতায় বিভিন্নি পর্যায়ের ল্যাবঃ টেকনিশিয়ান ও শিক্ষিত বেকারযুবক যুবতীদের কর্মসংস্থানের লক্ষ্য প্রশিক্ষণ প্রদান এবং প্রাথমিক কৃষকদের জন্য মাঠ দিবসের আয়োজন করে আসছে।

২০১৫-১৬ অর্থ বছরে এ ইউনিটের আওতায় বীজ আলু উৎপাদন প্রোগ্রামে মোট ১৬.০ একর জমিতে মানসম্পন্ন প্রায় ৮৫.১৫ মেট্রিকটন বীজ আলু উৎপাদন করা হয় যার আনুমানিকমূল্য প্রায় ৪৪ লক্ষ টাকা। ল্যাবরেটরীতে উৎপাদিত অনুচারার পরিমাণ ছিল প্রায় ১ লক্ষ যার আর্থিক মূল্য ১০ লক্ষ টাকা।

 

সেপ্টেম্বর ২০১৯ হতে নভেম্বর ২০২০ পর্যন্ত একাডেমীর টিস্যুকালচার ইউনিটের আওতাধীন বায়োটেকনোলজী ল্যাবরেটরীতে প্রায় ০২ লক্ষাধিক শতভাগ রোগমুক্ত বিভিন্ন জাতের আলুর অনুচারা (Potato plantlets) উৎপাদন করা হয়েছে যা গ্রামীণ কৃষক ও বিভিন্ন কোম্পানীর নিকট (১ লক্ষ ৪০ হাজার) সূলভ মূল্যে বিপনন এবং একাডেমীর প্রদর্শনী খামারে (৬০ হাজার) উৎকৃষ্ট মানের বীজ উৎপাদনের জন্য রোপন করা হয়েছে। এছাড়াও ২০১৯-২০ অর্থবছরে একাডেমীর প্রদর্শনী খামারে উৎপাদিত প্রায় ৫০ মেঃ টন রোগমুক্ত বীজ আলু গ্রামীণ কৃষক ও বিভিন্ন কোম্পানীর নিকট সূলভ মূল্যে বিপনন করা হয়েছে। বায়োটেকনোলজী ল্যাবরেটরীতে বর্তমানে স্ট্রবেরী ও কলার অনুচারার সংখ্যা বৃদ্ধির কার্যক্রম চলমান রয়েছে।

বিভিন্ন গুরুত্বপূর্ণ ফসল যেমন খেজুর, জারবেরা, অর্কিড, স্টেভিয়া ইত্যাদির রোগমুক্ত অনুচারা উৎপাদনের জন্য গবেষণা কার্যক্রম চলমান রয়েছে। আসন্ন মৌসুমে (২০২০-২১ অর্থবছর) ০৫ একর জমিতে বিভিন্ন জাতের ও মানের (মিনিটিউবার/প্রিব্রীডার, প্রাকভিত্তি,, ভিত্তি ও প্রত্যায়িত) শতভাগ রোগমুক্ত বীজ আলু উৎপাদনের কাজ হাতে নেওয়া হয়েছে। এ ইউনিটের আওতায় বর্তমানে ১০ জনকে শিক্ষিত বেকার যুবক ও যুব মহিলাকে টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্হান সৃষ্টি শীর্ষক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

সেপ্টেম্বর ২০১৯ হতে নভেম্বর ২০২০ পর্যন্ত এই ইউনিটের বীজ আলু ও অনুচারা উৎপাদন খাতের মোট আয়, ব্যয় ও নীট মুনাফার পরিমাণ নিম্নের সারণীতে দেখানো হলোঃ

বিবরণ

মোট আয়

(লক্ষ টাকা)

মোট ব্যয়

(লক্ষ টাকা)

নীট লাভ

(লক্ষ টাকা)

অনুচারা,মিনি টিউবার/প্রি-ব্রীডার, ব্রীডার, ভিত্তি ও প্রত্যায়িত মানের বীজ আলু

৫৪.০৩

৩১.৮৪

২২.১৯