Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২১st সেপ্টেম্বর ২০১৮

চর ডেভেলপমেন্ট রিসার্চ সেন্টার (সিডিআরসি)

প্রেক্ষাপট

 

ডিএফআইডি এবং জিওবির অর্থায়নে বাস্তবায়িত সিএলপি কর্মসূচী সমাপ্ত হওয়ার পর এর যাবতীয় কার্যক্রম আরডিএ, বগুড়ার তত্ত্বাবধানে পরিচালনা করা হচ্ছে। এ সিদ্ধান্তের আলোকে পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া চর এলাকার জনগণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের জন্য চরাঞ্চলে ও অন্যান্য দারিদ্রপীড়িত এলাকায় একাডেমীর অনুষদ সদস্যদের কাজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে সিএলপি- ১ ও ২ এর আওতাভূক্ত বেশ কিছু এলাকায় ইতোমধ্যে নানামুখী কর্মকান্ড বাস্তবায়িত হচ্ছে। কাজেই, পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া‘র অর্জিত সাফল্যসমূহ মাঠ পর্যায়ে দ্রুত সম্প্রসারণ, জনপ্রিয়করণ, ধারাবাহিকতা রক্ষা, আর্থ-সামাজিক ও জীবন-জীবিকার মানোন্নয়নে আরো গতিশীল ও কার্যকর করা তথা প্রাতিষ্ঠানিক ও টেকসই করার লক্ষ্যে ৪১তম বোর্ড সভার সিদ্ধান্তের আলোকে একাডেমীতে “চর ডেভেলপমেন্ট  রিসার্চ (CDRC)” সেন্টার প্রতিষ্ঠা করা হয়। এছাড়াও বিওজি সেন্টারটি সুষ্ঠুভাবে পরিচালনা ও ব্যবস্থাপনার লক্ষ্যে ৩৩ জন জনবল সম্বলিত সাংগঠনিক কাঠামোও অনুমোদন করে। বিস্তারিত....

 

Brochure CDRC (2).pdf Brochure CDRC (2).pdf