Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ August ২০২২

সমাপ্ত পরামর্শ সেবা/এডভাইজারি সার্ভিসেস

আরডিএ, বগুড়া’র মূল দায়িত্বাবলীর মধ্যে এডভাইজারি সার্ভিসেস একটি অন্যতম। এডভাইজারি সার্ভিসেস এর আওতায় সরকারসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানকে পরামর্শ সেবা প্রদান করে যাচ্ছে। এ সকল এডভাইজারি সার্ভিসেস মধ্যে উল্লেখযোগ্য, হচ্ছে দেশের সর্ববৃহৎ সার কারখানা যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিঃ, জামালপুরে ভূর্গস্থ পানি উত্তোলন ও পরিশোধনের মাধ্যমে (৯২০ মেট্রিক টন প্রতি ঘন্টা) নিরবিচ্ছিন্ন সার উৎপাদন ব্যবস্থা নিশ্চিতকরণ; চট্রগ্রাম ইপিজে কর্ণফুলী নদী থেকে উত্তোলকৃত লবনাক্ত পানি Reverse Osmosis প্রক্রিয়ায় পরিশোধনের মাধ্যমে লবনাক্ততা ও বিভিন্ন ক্ষতিকারক উপাদান সহনীয় মাত্রায় এনে নিরাপদ পানি সরবরাহ। হেমায়েতপুর সাভার, ঢাকায় পরিবেশ বান্ধব চামড়া শিল্প নগরীতে পানি সরবরাহের (ট্যানারী ও খাবার পানি গুনগতমানে) জন্য ধলেশ্বরী নদী/ভূ-গর্ভস্থ পানি নির্ভরযোগ্য মাত্রায় দেশে সর্বপ্রথম Pressurized পদ্ধতিতে (Without Overhead Tank) ঘন্টায় ১০০০০০ লিটার পানি সরবরাহ প্রকল্প কার্যক্রম বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়াও  আরডিএ’র সেচ ও পানি ব্যবস্থাপনা বিষয়ক উদ্ভাবিত প্রযুক্তিসমূহ বিভিন্ন জিও (ডিএই, এলজিইডি, পিডিবি, আরইবি, ডিপিএইচই, বিএমডিএ, সেতু কর্তৃপক্ষ, জেএফসিএল, বিসিক) এনজিও (ব্র্যাক, প্রশিকা, জিকেএফ)-তে সম্প্রসারণ করা হয়েছে। বিস্তারিত তালিকা ....

 

উল্লেখযোগ্য সমাপ্ত পরামর্শ সেবাসমূহঃ

বঙ্গবন্ধু সেতুর পূর্ব এবং পশ্চিম তীরে এবং সেতুর দুই পাশের পূনঃর্বাসন এলাকায় নিরাপদ পানি সরবরাহ

১৯৯৮ সালে বঙ্গবন্ধু সেতুর পূর্ব এবং পশ্চিম তীরে এবং সেতুর দুই পাশের পূনঃর্বাসন গ্রামে বসবাসরত জনগোষ্ঠীর জন্য আরডিএ, বগুড়া ৭টি গভীর নলকূপ এবং ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট (১৫ হাজার লিটার ক্ষমতা সম্পন্ন) স্থাপন করে বাংলাদেশ তথা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানে সরবরাহ করে। যেখানে প্রতিটি গভীর নলকূপ ও ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনে ব্যয় হয়েছিল যথাক্রমে ২.০০ লক্ষ এবং টাকা ৩.৪০ লক্ষ মাত্র। এ কাজ বিদেশীদের মাধ্যমে সম্পন্ন করা কথা ছিল এবং সেখানে একই ক্ষমতার প্রতিটি গভীর নলকূপ এবং  ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট স্থাপনে ব্যয় ধরা হয়েছিল যথাক্রমে টাকা ১৭.০০ লক্ষ এবং টাকা ৩৭.০০ লক্ষ। 

 

যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড শিল্প কারখানা উপযোগী পানি সরবরাহ

দেশের  সর্ববৃহৎ সার কারখানা ‘‘যমুনা ফার্টিলাইজার কোম্পানী লিমিটেড’’ তারাকান্দি, জামালপুরে (১৯৯৯-২০০০ সনে) সারা বছর নিরবিচ্ছিন্ন সার উৎপাদন ব্যবস্থা চালু রাখার স্বার্থে পল্লী  উন্নয়ন একাডেমী, বগুড়াকে  তৎকালীন এবং বর্তমান মাননীয় প্রধান মন্ত্রীর শেখ হাসিনার নির্দেশে সাতটি গভীর নলকূপসহ ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট যা ঘন্টায় ৭২০ মেঃ টন পানি পরিশোধন পূর্বক ইউরিয়া সার উৎপাদন ও খাবার পানির গ্রহণযোগ্য মানে সরবরাহ করতে সক্ষম হয়েছে। উক্ত প্লান্টটি কম্পিউটারিইজ (অটোমেটিক) সিস্টেমে এখন  চলছে। উক্ত কাজ বৈদেশিক প্রযুক্তিতে ৭২.০০ কোটি টাকায় করার কথা থাকলেও আরডিএ, বগুড়া মাত্র ৩.২৫ কোটি টাকায় সম্পন্ন করতে সক্ষম হয়েছে। 

 

কর্ণফুলি রপ্তানি প্রক্রিয়াকরণ জোনে পানি সরবরাহ

কর্ণফুলি ইপিজেড, চট্রগ্রামে শিল্প কারখানাসমূহ দীর্ঘদিন প্রয়োজনীয় পরিমান ও মানসম্পন্ন পানির তীব্র সংকট দেখা দেয়ায় অনেক কোম্পানীর মানসম্মত উৎপাদন ব্যবস্থা বন্ধ হওয়ার উপক্রম হলে। এ সমস্যা সমাধানে সরকারীভাবে বৈদেশিক প্রযুক্তি গ্রহণের মাধ্যমে কর্ণফুলি নদীর পানি পরিশোধনপূর্বক ইপিজেড এলাকায় সরবরাহের নিমিত্ত ৬১.০০ কোটি টাকা ব্যয়ের সম্পন্ন করার পরিকল্পনা গৃহীত হয়। কিন্তু তৎকালীন প্রধান মন্ত্রীর নির্দেশে আরডিএ, বগুড়া ২০০৮ সালে  Reverse Osmosis প্রক্রিয়ায় কর্ণফুলির লবনাক্ত পানি পরিশোধন দৈনিক ২০ লক্ষ গ্যালন পানি পরিশোধন করে খাবার ও কারখানায় ব্যবহার উপযোগী মানে এনে ইপিজেড এলাকায় চাহিদামাফিক সরবরাহ করে । এ কাজে আরডিএ, বগুড়া মাত্র ১৯.৫০ কোটি টাকা ব্যয়ে সম্পন্ন করতে সক্ষম হয়েছে। যার ফলে দেশের বিপুল অংকের অর্থ সাশ্রয় করা হয়েছে। প্রসংগত উল্লেখ্য যে, প্লান্টটি সম্পূর্ণভাবে অটোমেটিক যা চট্টগ্রাম বাসীর দৃষ্টি গোচর হওয়ায় এবং মঙ্গলা বন্দর কর্তৃপক্ষ তাদের নিজস্ব এলাকায় অনুরূপ একটি প্লান্ট স্থাপনে একাডেমীকে অনুরোধ করে যা অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে। 

 

 

চামড়া শিল্প নগরী, সাভারে পানি সরবরাহ

সাভার, ঢাকায় দেশের প্রথম পরিবেশ বান্ধব চামড়া শিল্প নগরী হিসেবে স্থানান্তরের ব্যবস্থা গৃহীত হয়। উক্ত ট্যানারী শিল্প নগরীতে পানি সরবরাহের (ট্যানারী ও খাবার পানি গুনগতমানে) দায়িত্ব আরডিএ, বগুড়াকে প্রদান করা হয়। উক্ত এলাকায় ধলেশ্বরী নদী/ভূ-গর্ভস্থ পানি নির্ভরযোগ্য মাত্রায় দেশে সর্বপ্রথম Pressurized পদ্ধতিতে (Overhead Tank ছাড়া) ঘন্টায় ৯৫০ ঘনমিটার পানি সরবরাহ কাজ সমাপ্ত হয়েছে। এখানে উল্লেখ্য যে, উক্ত কাজ একাডেমীর সেচ প্রকৌশলীদের নিরলস প্রচেষ্টায় বিসিক কর্তৃক আহবানকৃত টেন্ডার মূল্যের তিন ভাগের একভাগ ব্যয়ে অর্থাৎ মাত্মোর টাকা ২৪৬২.৮৪ লক্ষ টাকায় করা  সম্ভব হচ্ছে।

 

 

উপকূলীয় অঞ্চলে মিঠাপানি সরবরাহ

HYSAWA-Fund এর অর্থায়নে খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার ৮১টি ইউনিয়নে আরডিএ উদ্ভাবিত গ্রামীণ নিরাপদ পানি সরবরাহ মডেল সম্প্রসণের নিমিত্ত প্রায় টাকা ৬০০০.০০ লক্ষ ব্যয়ে পাইপ লাইনের মাধ্যমে নিরাপদ খাবার পানি সরবরাহ চলছে। ইতোমধ্যে ২৬টি গ্রামে উল্লেখিত মডেল বাস্তবায়িত হয়েছে এবং অবশিষ্ট এলাকায় প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়াধীন রয়েছে। যা বর্তমান সরকারের নির্বাচনী ইস্তেহার-২০১১ সালের মধ্যে ‘সবার জন্য সুপেয় পানি’ সরবরাহ নিশ্চিত করার প্রকৃত বাস্তবায়ন।

 

বড় পুকুরিয়া কয়লাখনি এলাকায় সেচ ও নিরাপদ খাবার পানি সরবরাহ

বড় পুকুরিয়া কয়লাখনি নির্ভর তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের স্থাপিত গভীর নলকূপ হতে পানি উত্তোলনের ফলে ঐ অঞ্চলে ভূ-গর্ভস্থ একুইফার নিম্নগামী হওয়ার ফলে পার্শ্ববর্তী পাঁচটি গ্রামে পানীয় জলের তীব্র সংকট দেখা দেয়। গত ৩৭তম বোর্ড সভার সিদ্ধান্তের আলোকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও প্রাদুর্ভাবের কারণ একাডেমী চিহ্নিত করে। পরবর্তীতে বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী একাডেমীর সেচ ও পানি ব্যবস্থাপনা কেন্দ্র নিজস্ব অর্থায়নে ক্ষতিগ্রস্ত ইউসুফপুর গ্রামে গ্রামীণ পাইপড ওয়াটার সাপ্লাই মডেলে নিরাপদ পানি সরবরাহ করার ফলে ফলে উক্ত গ্রামের জনগোষ্ঠীর দীর্ঘ্য দিনের পানীয় জলের অভাব মেটানো সম্ভব হয়েছে।

পরবর্তীতে এ এলাকার ক্ষতিগ্রস্থ আরো ০৪ (চার) টি গ্রামে (উত্তর শেরপুর, দক্ষীণ শেরপুর, দুধিপুর এবং মধ্য রামভদ্রপুর) বাংলাদেশ বিদ্যুৎ বোর্ড (বিউবো) অর্থায়নে ১৩১.৬৩ লক্ষ টাকা ব্যয়ে সেচ ও নিরাপদ পানি সরবরাহের কাজ সম্পন্ন করা হয়েছে। 

 

 

Completed Survey on Muhuri and Manu River Irrigation Project’; Sponsored by: Developing Innovative Approaches to Management of Major Irrigation Systems (DIAMMIS) (ADB Project TA No. - 7260)

 

 

আরডিএ, বগুড়া কর্তৃক সম্পাদিত পরামর্শ সেবার চিত্র:

আরডিএ উদ্ভাবিত স্বল্প ব্যয়ে গভীর নলকূপ খনন

 

 

আরডিএ উদ্ভাবিত স্বল্প ব্যয়ে  পানি বিশুদ্ধকরণ প্লান্ট

 

 

সমাপ্ত কনসালটেন্সি/পরামর্শ সেবার তালিকা

  • কেন্দ্র স্থাপিত হওয়ার পর থেকে চলতি সেপ্টেম্বর মাস পর্যন্ত সর্বমোট ২৮২টি স্থানে (সরকারী/বেসরকারী/প্রাইভেট ব্যবস্থাপনায়) একাডেমী উদ্ভাবিত পানি ব্যবস্থাপনা প্রযুক্তি সম্প্রসারিত হয়েছে (সমাপ্ত পরামর্শ সেবাসমূহের তালিকা । বিস্তারিত তালিকা ....

 

স্বপ্ননগর-০১ প্রকল্পে “এনার্জি ইফিসিয়েন্ট বিশুদ্ধ পানি সরবরাহ, বৃষ্টির পানি সংগ্রহ ও ভূগর্ভে রিচার্জিং, ধূসর পানি পরিশোধন, তরল বর্জ্য পানি পরিশোধন ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা” প্রযুক্তি সম্প্রসারণ

ভূগর্ভস্থ পানির দক্ষ ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিতকল্পে Reduce, Reuse and Recycle ধারনায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মিরপুরস্থ “স্বপ্ন নগর হাউজিং” প্রকল্পের ১০৪০টি ফ্ল্যাটের ছাদের বৃষ্টিপানি সংগ্রহ ও পরিশোধন পূর্বক ভূ-গর্ভস্থ পানি স্তরে পূনঃভরণ, খাবার পানি ও গৃহস্থালী কাজে নিরাপদ পানি সরবরাহ ব্যবস্থাপনাসহ সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপনা প্রযুক্তি সম্প্রসারণ কাজ প্রায় সমাপ্তির পর্যায়ে।

 

“এনার্জি ইফিসিয়েন্ট বিশুদ্ধ পানি সরবরাহ, বৃষ্টির পানি সংগ্রহ ও ভূগর্ভে রিচার্জিং, ধূসর পানি পরিশোধন, তরল বর্জ্য পানি পরিশোধন ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা” প্রযুক্তির ভিডিও দেখতে..........

 

২০২১-২২ অর্থ-বছরে ২০টি এলাকায় একাডেমী উদ্ভাবিত সেচ ও পানি ব্যবস্থাপনা প্রযুক্তি সম্প্রসারণ করা হয়েছে। তালিকা নিম্নরূপঃ

  • সেচ ও পানি ব্যবস্থাপনা প্রযুক্তি সম্প্রসারণের তালিকা:

ক্র: নং

পরামর্শ সেবার আওতায় মডেল সম্প্রসারণের বিবরণ

১.

শ্রীমঙ্গল মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতি অফিস ক্যাম্পাসে পানি বিশুদ্ধকরণ প্লান্ট সার্ভিসিং এবং মেইনটেনেন্স ও আনুসাঙ্গিক কাজ

২.

ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র বিউবো, পলাশ, নরসিংদী ক্যাম্পাসের আবাসিক এলাকায় ০৬ নং পানি পাম্প মেরামত ও আনুসাঙ্গিক কাজ

৩.

বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানী লিঃ এর ব্রাক্ষণবাড়িয়াস্থ তিতাস-বি ক্যাম্পাস-এ আরডিএ উদ্ভাবিত গভীর নলকূপ পানি বিশুদ্ধকরণ প্লান্ট, পানি সরবরাহ পাইপ লাইন স্থাপন, গ্রাউন্ড রিজারর্ভারসহ ক্যাসকেড ট্রে, পাম্প হাউজ নির্মাণ ও আনুসাঙ্গিক কাজ

৪.

মৎস্য প্রশিক্ষণ ইনস্টিটিউট, চাঁদপুর এর ক্যাম্পাসে গভীর নলকূপ, পানি বিশুদ্ধকরণ প্লান্ট স্থাপন, পাম্প হাউজ, গ্রাউন্ড রিজার্ভারসহ ক্যাসকেড ট্রে, আন্ডার গ্রাউন্ড রিজার্ভার, ভ্যাসেল ফাউন্ডেশন নির্মাণ, পানি সরবরাহ লাইন স্থাপন ও আনুসাঙ্গিক কাজ

৫.

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, ঢাকা আবাসিক এলাকায় ১ (এক) টি পর্যবেক্ষণ নলকূপ ও ১ (এক) টি গভীল নলকূপ স্থাপন ও আনুসাঙ্গিক কাজ

৬.

কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-০২ অফিস ক্যাম্পাসে পানি বিশুদ্ধকরণ প্লান্ট সার্ভিসিং এবং মেইনটেনেন্স ও আনুসাঙ্গিক কাজ

৭.

নদী গবেষণা ইন্সটিটিউট, হারুকান্দি, ফরিদপুর ক্যাম্পাসে গভীর নলকূপ (সাবমারসিবল পাম্প ও মটরসহ), পানি বিশুদ্ধকরণ (RO) প্লান্ট (উৎপাদন ক্ষমতা-২০ ঘঃ/ঘন্টা) স্থাপন, RO সেড, অ্যারেশন ট্যাংক নির্মাণ, পাইপ লাইন নেটওয়ার্ক স্থাপন, ওভারগ্রাউন্ড রির্জাভার (ধারণ ক্ষমতা-১৫০ ঘঃ মিঃ) নির্মাণ ও ৩০ কেভিএ জেটারেটর সরবরাহসহ আনুসাঙ্গিক কাজ।

৮.

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ পটিয়া, চট্টগ্রাম অফিস ক্যাম্পাসে পানি বিশুদ্ধকরণ প্লান্ট সার্ভিসিং এবং মেইনটেনেন্স ও আনুসাঙ্গিক কাজ।

৯.

ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প, পলাশ, নরসিংদী এলাকায় গভীর নলকূপ স্থাপন, লিফটিং কলাম নির্মাণ ও আনুসাঙ্গিক কাজ।

১০.

শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, গোপালগঞ্জ ক্যাম্পাসে ০৩ টি গভীর নলকূপ স্থাপন, পানি বিশুদ্ধকরণ প্লান্ট (উৎপাদন ক্ষমতা ২৫,০০০ লিঃ/ঘন্টা) স্থাপন, গ্রাউন্ড রিজারর্ভারসহ ক্যাসকেড ট্রে, পাম্প হাউস নির্মাণ ও আনুসাঙ্গিক কাজ।

১১.

চট্রগ্রাম ইউরিয়া ফর্টিলাইজার, লি, রাংগাদিয়া, চট্রগগ্রাম কারখানা এলাকায় গভীর নলকূপ স্থাপন কাজ।

১২.

সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২, দরবস্ত, জৈন্তাপুর, সিলেট ক্যাম্পাসে পানি বিশুদ্ধকরণ প্লান্ট (উৎপাদন ক্ষমতা ৫,০০০ লিঃ/ঘন্টা) স্থাপন ও আনুসাঙ্গিক কাজের

১৩.

গাইবান্ধা পল্লী বিদ্যুৎ সমিতি-২, গাইবান্ধা অফিস ক্যাম্পাসে পানি বিশুদ্ধকরণ প্লান্ট সার্ভিসিং এবং মেইনটেনেন্স ও আনুসাঙ্গিক কাজ।

১৪.

পাওয়ার চায়না সিচুয়ান ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিঃ, এর আওতাধীন সৈয়দপুর ১৫০ মেঃ ওঃ এসসিপিপি প্রকল্প এলাকায় ১ (একটি) টি পর্যবেক্ষণ কূপ ও আরডিএ উদ্ভাবিত ২(দুই) টি গভীর নলকূপ স্থাপন কাজ।

১৫.

কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতি, লালমনিরহাট অফিস ক্যাম্পাসে পানি বিশুদ্ধকরণ প্লান্ট সার্ভিসিং এবং মেইনটেনেন্স ও আনুসাঙ্গিক কাজ।

১৬.

চট্রগ্রাম ইউরিয়া ফর্টিলাইজার, লি, রাংগাদিয়া, চট্রগগ্রাম কারখানা এলাকায় ৬টি পর্যবেক্ষণ কূপ স্থাপন কাজ।

১৭.

বিসিক ভৈরব এলাকায় গভীর নলকূপ স্থাপন ও পাম্প হাউজ নিমার্ণ কাজ

১৮.

বিসিক নরসিংদী এলাকায় গভীর নলকূপ স্থাপন ও পাম্প হাউজ নিমার্ণ কাজ

১৯.

সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন কেন্দ্র, সিদ্ধিরগঞ্জ, নারায়নগঞ্জ এলাকায় গভীর নলকূপ স্থাপন কাজ

২০.

তিতাস ৫০ মেঃ ওয়াট পাওয়ার প্ল্যান্ট, তিতাস কুমিল্লায় পর্যবেক্ষণ কূপ, গভীর নলকূপ, RO এবং ফিল্ট্রেশন প্লান্ট স্থাপন কাজ

 

 

 

এডভাইজারি সার্ভিসেস এর আওতায় একাডেমী সেচ পানি সম্পদ ব্যবস্থাপনা ও উন্নয়ন বিষয়ক মডেল দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সম্প্রসারণ করেছে।  এ পর্যন্ত একাডেমী কর্তৃক সম্পাদিত পরামর্শ সেবাসমূহের তালিকা (বিস্তারিত তালিকা ....) সন্নিবেশ করা হয়েছে।

 

 

সমাপ্ত পরামর্শ সেবাসমূহের তালিকা সমাপ্ত পরামর্শ সেবাসমূহের তালিকা


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon