Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd জানুয়ারি ২০২২

ফসল ইউনিট

গত রবি মৌসুমে ০৫ একর জমিতে আলু বীজ, বোরো মৌসুমে ১০ একর এবং আমন মৌসুমে ৩০ একর জমিতে বিএডিসি’র সাথে চুক্তিবদ্ধ স্কীমের আওতায় ধান বীজ উৎপাদন করার পাশাপাশি প্রদর্শনীর জন্য উচ্চ মূল্যের সবজি উৎপাদন করা হয়েছে।

বর্তমানে আমন মৌসুমে ৩০ একর জমিতে বিএডিসি’র সাথে চুক্তিভিত্তিক ব্রিধান-৭৫ (বীজ ধান) এবং ২ একর জমিতে ধান উৎপাদন এবং ০.৫ একর জমিতে হাইব্র্রিড লাউ ও ১ একর জমিতে শীতকালীন সব্জি উৎপাদন কার্যক্রম চলমান রয়েছে। চলমান ধান উৎপাদন কাযর্ক্রম হতে বীজ ধান ৩০০০০ কেজি এবং অবীজ ধান ১৬৮০০ কেজি এবং ১১ ধরনের শীতকালীন সবজি ৯০০০ কেজি উৎপাদিত হতে পারে। উল্লেখ্য উক্ত মেয়াদে ১৭৯০ জন/দিবস শ্রমিকের কর্মসংস্থান হয়েছে। তাছাড়া প্রতিবেদনাধীন সময়ে ফসল ইউনিটে ১৫০ জন শিক্ষার্থীকে আধুনিক খামার ব্যবস্থাপনা, বীজ, উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণ বিষয়ক হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং শিক্ষাসফরের আওতায় ২৭৫ জন কৃষক ফসল ইউনিট পরিদর্শন করেছেন।

 

সেপ্টেম্ববর, ২০১৯ হতে নভেম্বর, ২০২০ প্রদর্শনী খামারের ফসল ইউনিটে উৎপাদন খাতের নীট আয় নিম্নের সারণীতে দেখানো হলোঃ

বিবরণ

মোট আয় (লক্ষ টাকা)

মোট ব্যয় (লক্ষ টাকা)

নীট লাভ (লক্ষ টাকা)

আমন ধান বীজ, বোরো ধান বীজ, আলু বীজ, শাক-সবজি,  ইত্যাদি

২৯.২৭

২২.৯২

৬.৩৫