প্রশিক্ষণ, মূল্যায়ন, গবেষণা লাইব্রেরি, প্রশাসন এবং হিসাব শাখার কাজকর্ম সুষ্ঠুভাবে সম্পন্ন করার উদ্দেশ্য একাডেমীতে একটি সমৃদ্ধ কম্পিউটার ল্যাব রয়েছে। এ ল্যাবে বিসিএস ফাউন্ডেশন (৪ মাস ও ৬ মাস মেয়াদী) প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণাথীর্বৃন্দ জন্য ব্যবহারিক অধিবেশন পরিচালিত হয়ে থাকে। একাডেমীর হোস্টেল এলাকা’সহ প্রশাসনিক ও একাডেমীক ভবনসমূহ ওয়াইফাই উন্মুক্ত (wifi free) এলাকা। ওয়াইফাই একাডেমীতে আগত প্রশিক্ষণার্থীগণ ব্যবহারের সুযোগ পাচ্ছে।
কম্পিউটার ইউনিট
ধারণক্ষমতা: ২৫ জন, অবস্থান: অনুষদ ভবন-০১ এর তৃতীয় তলা