Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২০ সেপ্টেম্বর ২০২২

শেখ জহুরুল হক পল্লী উন্নয়ন একাডেমি, যশোর প্রতিষ্ঠাকরণ প্রকল্প

ভূমিকা

বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসার পিতা এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র পিতামহ শেখ জহুরুল হক যশোরে চাকরিকালীন সময়ে এ অঞ্চলের শিক্ষা প্রসারে অদম্য প্রয়াস চালিয়ে গেছেন। মৃত্যুর পর তাঁকে যশোরে সমাহিত করা হয়েছে। শেখ জহুরুল হকের এ উদ্যোগের প্রতি শ্রদ্ধা/সম্মাননা স্মারক হিসেবে যশোরের মনিরামপুর উপজেলায় শেখ জহুরুল হক পল্লী উন্নয়ন একাডেমি, যশোর প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা দেখা দেয়। অপর দিকে অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় যশোর জেলায় একটি একাডেমি প্রতিষ্ঠার নির্দেশনাও রয়েছে। এ সকল দিক বিচেনায় যশোরের মনিরামপুর উপজেলার ঠঁটে কামালপুর ও মাচনা মৌজায় ৫০ (পঞ্চাশ) একর জমির উপর ৪ বছর মেয়াদে (০১ জুলাই ২০২২ হতে ৩০ জুন ২০২৬ পর্যন্ত) মোট ১৯৮.৯৫ কোটি টাকা ব্যয়ে "শেখ জহুরুল হক পল্লী উন্নয়ন একাডেমি, যশোর" প্রতিষ্ঠাকরণ শীর্ষক প্রকল্পটি গত ১০/৫/২০২২ তারিখে একনেক সভায় অনুমোদন দেয়া হয়। প্রকল্পটি বাস্তবায়িত হলে এ এলাকার গ্রামীণ জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণা সুযোগ সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টি হবে।

প্রকল্পের সার-সংক্ষেপ

১.

প্রকল্পের শিরোনাম

:

শেখ জহুরুল হক পল্লী উন্নয়ন একাডেমি, যশোর প্রতিষ্ঠাকরণ শীর্ষক প্রকল্প

(Project on Establishment of Sheikh Zahurul Haque Rural Development Academy, Jashore)

২.

উদ্যোগী মন্ত্রণালয়/বিভাগ

:

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

৩.

বাস্তবায়নকারী সংস্থা (সংস্থাসমূহ)

:

পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া; পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ।

৪.

পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট বিভাগ

:

কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ।

৫.

প্রকল্পের উদ্দেশ্য ও লক্ষ্যমাত্রা (সুবিধাভোগীসহ)

 

প্রকল্পের উদ্দেশ্য :

দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের গ্রামীণ জনগোষ্ঠীর জীবন যাত্রার টেকসই উন্নয়নের জন্য পল্লি উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠা করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য। প্রকল্পের সুনির্দিষ্ট উদ্দেশ্যাবলী নিম্নরূপঃ-

ক)  দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অনগ্রসর জনগোষ্ঠীকে (প্রতিবছর ন্যূনতম ৫০০ জনকে ৩০% নারীসহ)  প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা;

খ)  পল্লি উন্নয়ন সম্পর্কীত সমস্যা ও সম্ভাবনা চিহ্নিতকরণের মাধ্যমে বছরে কমপক্ষে ০৫টি টেকসই উন্নয়ন বিষয়ে গবেষণা পরিচালনা করা; এবং 

গ)  গবেষণালব্ধ ফলাফল সম্প্রসারিত করার লক্ষ্যে বছরে কমপক্ষে ০২টি প্রায়োগিক গবেষণা পরিচালনা করা।

৬.

প্রকল্পের বাস্তবায়নকাল

:

০১ জুলাই ২০২২ হতে ৩০ জুন ২০২৬ পর্যন্ত।

৭.

প্রকল্পের প্রাক্কলিত ব্যয় (লক্ষ টাকায়)

:

১৯৮৯৫.০০ লক্ষ (জিওবি)

 

প্রকল্পের অর্গানোগ্রাম প্রকল্পের অর্গানোগ্রাম