Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ ডিসেম্বর ২০২৪

আরডিএ বগুড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন


প্রকাশন তারিখ : 2024-12-16

মহান বিজয় দিবস ২০২৪

মহান বিজয় দিবস ২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে জাতীয় কর্মসূচির সাথে সামঞ্জস্য রেখে পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ায় দিনব্যাপী কর্মসূচী গ্রহণ করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়। এরপর আরডিএ, বগুড়ার ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ছাত্র-ছাত্রীদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে, আরডিএ, বগুড়ার ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ মাঠে মহান বিজয় দিবস উপলক্ষ্যে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসকল কর্মসূচির বাইরে বাদ যোহর একাডেমীর জামে মসজিদে জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। বিকালে একাডেমীর কর্মকর্তা/কর্মচারীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির সমাপ্ত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরডিএ-এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. এ, কে, এম অলি উল্ল্যা। আরও উপস্থিতি ছিলেন আরডিএ মহিলা ক্লাবের সভানেত্রী জনাব নাহিমা আকতার, একাডেমীর অতিরিক্ত মহাপরিচালক ড. আব্দুল্লাহ আল মামুনসহ একাডেমীর সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ) ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষক, কর্মকর্তা/কর্মচারীবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও একাডেমীতে চলমান বুনিয়াদী কোর্সসমূহের প্রশিক্ষণার্থীবৃন্দ।