Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৪ নভেম্বর ২০১৬

আরডিএ ইকো ট্যুরিজম

 

পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া’র শান্ত, স্নিগ্ধ, মনোরোম প্রাকৃতিক পরিবেশ ও পল্লী উন্নয়নে এর উদ্ভাবিত সবুজ প্রযুক্তিভিত্তিক মডেলগুলোর প্রতি আগ্রহ থেকে নিয়মিতভাবেই একাডেমী পরিদর্শন করে থাকেন বিভিন্ন প্রতিষ্ঠানের আগ্রহী প্রশিক্ষনার্থী ও উন্নয়নকর্মীগণ।

আর এ কারনে দেশী-বিদেশী সকল সবুজপ্রেমী পরযটকদের জন্য পল্লী উন্নয়ন একাডেমী ক্যাম্পাসে রয়েছে গ্রীন ট্যুরিজমের ব্যবস্থা।

গতানুগতিক পর্যটনের বিপরীতে একাডেমীর ১২০ একরের সুবিশাল ক্যাম্পাস পরিদর্শনের মাধ্যমে উপভোগ করা যাবে আবহমান গ্রাম বাংলার ধারা। এখানে পরযটকদের সকল আকর্ষনই সবুজ কর্মকান্ডভিত্তিক, শিক্ষনীয় ও আনন্দদায়ক। 

একাডেমীর সবুজ ক্যাম্পাসকে কেন্দ্র করে ভ্রমণ করা যাবে একাডেমীর প্রকল্পভুক্ত নিকটবর্তী যেকোন গ্রাম। এছাড়া যেকোন বিশেষায়িত গ্রাম যেমন দই গ্রাম, টুপিগ্রাম, কম্বলগ্রাম ইত্যাদি অথবা ঐতিহাসিক মহাস্থানগড়, বেহুলা লক্ষীন্দর এর বাসর ঘর, সারিয়াকান্দি যমুনা স্পার বা চরাঞ্চলে গৃহীত প্রকল্প গ্রামেও পরিভ্রমনের সুযোগ থাকবে।

এ জন্য বিভিন্ন ধরন ও মেয়াদী প্যাকেজ ট্যুরের ব্যবস্থা আছে৷

 

সুযোগ সুবিধা

Wi-Fi সুবিধা 

 প্রায় তিন শতাধিক উচ্চ মানসম্পন্ন আবাসন সুবিধা ও

আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ক্যাফেটেরিয়া

প্রশিক্ষিত ট্যুর গাইড

আধুনিক গাড়ী ব্যবহার (ঢাকা থেকে যাতায়াতের জন্যও গাড়ি পাওয়া যাবে)

 

 

আরডিএ ভ্রমণ