Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ August ২০২২

পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), রংপুর স্থাপন শীর্ষক ১ম সংশোধিত প্রকল্প

বাংলাদেশ সরকারের অর্থায়নে অক্টোবর- ২০১৪ হতে জুন - ২০২২ মেয়াদী একটি চলমান প্রকল্প। প্রকল্পটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকারমূলক প্রকল্প। উত্তর-পশ্চিম অঞ্চলের (গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাঁকুরগাও, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাট) গ্রামীণ জনগোষ্ঠীকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের মাধ্যমে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করে তাদের দারিদ্র বিমোচন করার নিমিত্ত  আরডিএ, বগুড়া’র অধীনে রংপুরের তারাগঞ্জ জেলায় বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া’র আদলে একটি স্বতন্ত্র একাডেমী স্থাপন।

 

 

 

প্রকল্প বাস্তবায়ন কমিটির সভার কার্যবিবরণীসমূহ:

১। প্রকল্প বাস্তবায়ন কমিটির ৩য় সভার কার্যবিবরণী

২। প্রকল্প বাস্তবায়ন কমিটির ৪র্থ সভার কার্যবিবরণী

৩। প্রকল্প বাস্তবায়ন কমিটির ৭ম সভার কার্যবিবরণী

৪। প্রকল্প বাস্তবায়ন কমিটির ৮ম সভার কার্যবিবরণী

 

প্রকল্পের মূল উদ্দেশ্য

রংপুর বিভাগের গ্রামীণ জনগোষ্ঠীর টেকসই জীবন যাত্রার মানন্নোয়নের জন্য আরডিএ, বগুড়া’র আদলে আরো একটি পুণাঙ্গ পল্লী উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠা করাই এ প্রকল্পের মূল উদ্দেশ্য। 

প্রকল্প এলাকাঃ

:

রংপুর জেলার তারাগঞ্জ উপজেলাধীন ইকরচালী, কাচনা ও জগদীশপুর মৌজা।

অনুমোদিত প্রকল্প বরাদ্দ

:

১১,৫৫৪.২৫ লক্ষ টাকা

 

প্রকল্পের মূল কর্মকান্ড

  • প্রকল্পের বিভিন্ন ভবন, স্থাপনাদীসহ একটি প্রদর্শনী খামার স্থাপনের জন্য ৫০ একর জমি অধিগ্রহণ করা।

 

নির্মাণ ও স্থাপনাদী

  • অফিস ভবন নির্মাণ
    • প্রশাসনিক ভবনঃ (১০ তলা ফাউন্ডেশন) ১০ম তলা পর্যন্ত নির্মাণ
    • অনুষদ ভবনঃ (১০ তলা ফাউন্ডেশন) ৪র্থ তলা পর্যন্ত নির্মাণ
    • খামার ভবনঃ (৬ তলা ফাউন্ডেশন) ২য় তলা পর্যন্ত নির্মাণ
    • ক্যাফেটেরিয়াসহ বিনোদন কেন্দ্র ও গেষ্ট হাউস ভবন (৬ তলা ফাউন্ডেশন ৪র্থ তলা পর্যন্ত নির্মাণ)- গ্রাউন্ড ফ্লোর ও ১ম তলা- ক্যাফেটেরিয়া, ২য় তলা- বিনোদন কেন্দ্র, ৩য় তলা গেস্ট হাউস

 

  • আবাসিক ভবন নির্মাণ

ক)  মর্ডান হোষ্টেলঃ (১০ তলা ফাউন্ডেশন) ৩য় তলা পর্যন্ত নির্মাণ সম্পন্ন হবে।

খ)  সাধারণ হোষ্টেল (মহিলা ও পুরুষ)- ১০ তলা ফাউন্ডেশন; ৬ষ্ঠ তলা পর্যন্ত নির্মাণ সম্পন্ন হবে।

ঘ)  পরিচালকের বাংলোঃ (২য় তলা ফাউন্ডেশন) ২য় তলা পর্যন্ত নির্মাণ সম্পন্ন হবে।

ঙ)  ফ্যাকাল্টি কোয়ার্টারঃ (১০ তলা ফাউন্ডেশন) ৪র্থ তলা পর্যন্ত নির্মাণ সম্পন্ন হবে।

চ)  ষ্টাফ কোয়ার্টার (এ, বি, সি টাইপ): (১০তলা ফাউন্ডেশন) ৩য় তলা পর্যন্ত নির্মাণ সম্পন্ন হবে।

ছ)  মেইন গেট ও সীমানা প্রাচীর নির্মাণ।

 

প্রশিক্ষণ ও গবেষণা ও প্রায়োগিক গবেষণা ফিল্ড হিসেবে আরডিএ, রংপুর ক্যাম্পাসে আরডিএ, বগুড়া’র আদলে (ক) কৃষি যন্ত্রপাতি ইউনিট; (খ) ফসল ইউনিট; (গ) ডেইরী ইউনিট; (ঘ) পোল্ট্রি ইউনিট; (ঙ) মৎস্য ইউনিট (চ) উদ্যান ও নার্সারী ইউনিট; (ছ) টিস্যু কালচার ও হাইড্রোফোনিক ইউনিট গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

উল্লেখযোগ্য অগ্রগতি

  • ভূমি অধিগ্রহণ ও ভূমি উন্নয়ন : রংপুর জেলার তারাগঞ্জ উপজেলাধীন ইকরচালী, কাচনা ও জগদীশপুর মৌজা ৫০ একর জমি অধিগ্রহণ ও বরাদ্দ অনুযায়ী উন্নয়নের জন্য মাটি ভরাটের কাজ সম্পন্ন হয়েছে।
  • সীমানাপ্রাচীন ও মেইন গেটঃ নির্মাণ কাজ সম্পন্ন, প্লাস্টারসহ অন্যান্য ফিনিশিং কাজ চলমান। মেইন গেট ও কালভার্ট এর কাজ ৭০% সম্পন্ন হয়েছে।
  • রাস্তাঃ প্রায় ২.১ কি:মি: খোয়া কনসিলেয়েশন কাজ সম্পন্ন। ১.৬ কি: মি: সিসি ও আরসিসি কাজ সম্পন্ন হয়েছে।
  • প্রশাসনিক কাম অনুষদ ভবনঃ  ১০ তলা ফাউন্ডেশন ১০ তলা (৬০০ বঃ মিঃ x ১০ তলা) পর্যন্ত নির্মাণ এর বিপরীতে ১০ম তলার ছাদ ঢালাই সম্পন্ন করে ফিনিসিং কাজ চলমান রয়েছে।
  • সাধারণ হোষ্টেল (মহিলা ও পুরুষ): ১০ তলা ফাউন্ডেশন ৬ তলা নির্মাণ (৪৫০ বঃমিঃ x ৬ তলা) কাজের বিপরীতে ৬ষ্ঠ তলা পর্যন্ত নির্মাণ কাজ সম্পন্ন।
  • ক্যাফেটেরিয়াসহ বিনোদন কেন্দ্র ও গেষ্ট হাউজ ভবনঃ ৬ তলা ফাউন্ডেশন ৫ম তলা পর্যন্ত(৭০০ বঃমিঃ x ৫ তলা) নির্মাণ কাজ সম্পন্ন করে ফিনিসিং কাজ চলমান রয়েছে।
  • ফ্যাকাল্টি কোয়ার্টার (৪ ইউনিট) ভবনঃ ১০তলা ফাউন্ডেশন ২তলা (১৮৬ বঃমিঃ x ৪ ইউনিট = ৭৪৪ বঃমিঃ ২ তলা) নির্মাণ কাজ সম্পন্ন।
  • ষ্টাফ কোয়ার্টার (এ, বি, সি টাইপ) ভবনঃ ১০ তলা ফাউন্ডেশন ২তলা (১২৫ বঃমিঃ ২ ইউনিট x ৩ টাইপ = ৭৫০ বঃমিঃ২ তলা)পর্যন্ত নির্মাণ কাজ সম্পন্ন।
  • টেকনোলজী বিল্ডিং ও মেডিকেল সেন্টার ভবনঃ ৬ তলা ফাউন্ডেশন ২তলা (৩০০বঃমিঃ x ২ তলা) পর্যন্ত নির্মাণ কাজ সম্পন্ন। ফিনিশিং কাজ চলমান।
  • ডাইরেক্টর বাংলোঃ ২ তলা ফাউন্ডেশন ২তলা কাজ সম্পন্ন।
  • মসজিদঃ ২তলা ফাউন্ডেশন ডিপিপি অনুযায়ী ১ম তলার কাজ সম্পন্ন।
  • অন্যান্য অবকাঠামো ও স্থাপনাঃ সাব ষ্টেশন, বৈদ্যুতিক লাইন, ওভারহেড ট্যাংক, পানি সরবরাহ কাজ সম্পন্ন হয়েছে।
  • টেকনোলজি পার্কঃ (৭টি ইউনিটের অবকাঠামো ও  স্থাপনা কাজ) সম্পন্ন করেবিভিন্ন ইউনিট (ফসল, পোল্ট্রী, ডেইরী, মৎস্য ও কৃষি পণ্য প্রসেসিং ইউনিট) এর কার্যক্রম সীমিত পরিসরে শুরু করা হয়েছে।

 

নির্মিত প্রশাসনিক কাম অনুষদ ভবন (১০ তলা ফাউন্ডেশন (৬০০ বঃ মিঃ x ১০ তলা)

 

নির্মিত সাধারণ হোষ্টেল (মহিলা ও পুরুষ) ভব

 

 

নির্মিত ক্যাফেটেরিয়াসহ বিনোদন কেন্দ্র ও গেষ্ট হাউজ ভব

 

নির্মিত ফ্যাকাল্টি কোয়ার্টার ভবন

 

 

নির্মিত স্টাফ কোয়ার্টার ভবন

 

 

নির্মিত  ডাইরেক্টর বাংলো

 

নির্মিত  মসজিদ

 

নির্মিত টেকনোলজি ভবন

নির্মিত সেলফ্ হেল্প গ্রুপ ভবন

 

 

 

নির্মিত/প্রতিষ্ঠিত প্রদর্শনী খামারের বিভিন্ন ইউনিট

 

প্রতিষ্ঠাধীন রংপুর আরডিএর কর্মকান্ড পরিদর্শনের চিত্র

 

 

মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী মহোদয় রংপুরে পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), রংপুর স্থাপন শীর্ষক প্রকল্প পরিদর্শন

 


প্রকল্পের অগ্রগতি:

  • রংপুর জেলার তারাগঞ্জ উপজেলাধীন ইকরচালী, কাচনা ও জগদীশপুর মৌজা ৫০ একর জমি অধিগ্রহণ পূর্বক বিভিন্ন অফিস ভবন ও আবাসিক ভবন নির্মাণ কাজ সম্পন্ন।
  • কৃষি ক্ষেত্রে প্রশিক্ষণ ও গবেষণা/প্রায়োগিক গবেষণা প্রয়োগের বাস্তব ক্ষেত্র হিসেবে আরডিএ, বগুড়া’র আদলে ৭টি ইউনিটের অবকাঠামো নির্মাণ সম্পন্ন করে সরঞ্জাম/যন্ত্রপাতি সংগ্রহ/ক্রয় করে স্থাপন কাজ সম্পন্ন করা হয়েছে।
  • সীমানা প্রাচীর, ক্যাম্পাসের সংযোগ রাস্তা নির্মাণসহ কারিগরি প্রশিক্ষণের জন্য ট্রেনিং ওয়ার্কসপ স্থাপনের কাজ সম্পন্ন।
  • প্রকল্পের আওতায় প্রদর্শনী খামার বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে বিভিন্ন ইউনিট (ফসল, পোল্ট্রি, মৎস ও কৃষি পণ্য প্রসেসিং ইউনিট ইত্যাদি) প্রদর্শনী কার্যক্রম চলমান।
  • প্রকল্পের আওতায় প্রদর্শনী খামার বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে বিভিন্ন ইউনিট (ফসল, পোল্ট্রি, মৎস ও কৃষি পণ্য প্রসেসিং ইউনিট ইত্যাদি) প্রদর্শনী কার্যক্রম চলমান।

অনুমোদিত মোট প্রকল্প বরাদ্দ

:

১৩৯১০.৫৭ লক্ষ টাকা।

জুন ২০২২ পর্যন্ত ক্রমপুঞ্জিত ব্যয়

:

ক্রমপুঞ্জিত মোট ব্যয় ১৩৪৩১.৮৭ লক্ষ টাকা। বাস্তব অগ্রগতি ৯৯.৯২% এবং আর্থিক অগ্রগতি ৯৬.৫৬%।

 

আরডিএ, রংপুরে প্রদত্ত প্রশিক্ষণের আলোক চিত্র:

 

প্রদত্ত প্রশিক্ষণের তথ্যাদিঃ

ক্র:নং

প্রশিক্ষণের ধরণ

লক্ষ্যমাত্রা (জন)

মেয়াদ (দিন)

বর্তমান অর্জন

১.

নার্সারী

২০

১০০%

২.

গবাদি পশু ও হাস মুরগি পালন

৪০

১০০%

৩.

ড্রাইভিং

১৫

৬০

১০০%

৪.

কম্পিউটার

১৫

২৮

১০০%

৫.

মোবাইল ও ইনটারনেট মেকানিক্স

২০

২৮

১০০%

৬.

পার্লার

১৫

৬০

১০০%

৭.

এসি ও রেফ্রিজারেটর

২০

৯০

১০০%

৮.

সেলাই

২০

২৮

১০০%

৯.

মৎস্য চাষ

২০

১২

১০০%

১০.

কৃষি যন্ত্রপাতি মেকানিক্স

৪০

১৪

১০০%

১১.

ফুড প্রসেসিং

৪০

২৮

১০০%

১২.

হাউজ কিপিং

৪০

৪২

১০০%

১৩.

ট্রাইকোর্ডামার মাধ্যমে জৈব সার উৎপাদন

৩০

১২

১০০%

১৪.

টিস্যু কালচার

৩০

১২

১০০%

১৫.

মাশরুম উৎপাদন

৩০

১২

১০০%

১৬.

প্লাম্বিং

২০

৯০

১০০%

১৭.

ইলেকট্রিক্যাল

২০

৯০

১০০%

১৮.

ডেন্টিং ও পেইন্টিং

২০

৯০

১০০%

১৯.

রেডিও ও টিভি মেকানিক্স

২০

৯০

১০০%

২০.

ওয়েল্ডিং

২০

৯০

১০০%

২১

অটোমোবাইল (ইঞ্জিন)

২০

৯০

১০০%

মোট =

৫৫৫

 

৫১৫ জন

পর্যবেক্ষণ

  • রংপুর আরডিএ এর প্রাতিষ্ঠানিক কার্যক্রম চালুর স্বার্থে একাডেমী আইনের খসড়া মন্ত্রিপরিষদ সভায় নীতিগত অনুমোদন দেয়া হয়েছে এবং সাংগঠনিক কাঠামো ও চাকুরী প্রবিধানমালা চূড়ান্অত নুমোদনের পর্যায়ে রয়েছে।

 

 

 

ফেসবুক পেজ............