Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৯ জুন ২০২২

কুড়িগ্রাম ও জামালপুর জেলার প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য হ্রাসকরণ শীর্ষক প্রকল্প (১ম সংশোধিত)

প্রকল্পের মূল উদ্দেশ্য হলো হতদরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠির দারিদ্র্য বিমোচনের মাধ্যমে সমাজের মূল স্রোতধারায় সম্পৃক্ত করা। একটি বাড়ি একটি খামার প্রকল্প ও চর জীবিকায়ন কর্মসূচি (সিএলপি) -এর আলোকে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে দারিদ্র্যতা থেকে উন্নীত (Graduation from Poverty) করার মাধ্যমে প্রস্তাবিত প্রকল্পটি বাংলাদেশ সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।

প্রকল্প বাস্তবায়ন কমিটির সভার কার্যবিবরণীসমূহ:

১। প্রকল্প বাস্তবায়ন কমিটির ৩য় সভার কার্যবিবরণী

২। প্রকল্প বাস্তবায়ন কমিটির ৪র্থ সভার কার্যবিবরণী

৩। প্রকল্প বাস্তবায়ন কমিটির  ৪র্থ সভার কার্যবিবরণী

৪। প্রকল্প বাস্তবায়ন কমিটির ৫ম সভার কার্যবিবরণী

৫। প্রকল্প বাস্তবায়ন কমিটির ৬ষ্ঠ সভার কার্যবিবরণী

৬। প্রকল্প বাস্তবায়ন কমিটির ৭ম সভার কার্যবিবরণী

৭। প্রকল্প বাস্তবায়ন কমিটির ৮ম সভার কার্যবিবরণী

 

প্রকল্পের সুনির্দিষ্ট উদ্দেশ্যাবলী হলোঃ

(ক) হতদরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠির জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টি করা;

(খ)   দক্ষতা উন্নয়ন (skill development) প্রশিক্ষণ, সম্পদ হস্তান্তর (asset transfer) ও উন্নত কৃষি প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে হতদরিদ্র জনগোষ্ঠির আয় বৃদ্ধি করা ও উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা;

(গ)   কৃত্রিম প্রজনন (Artificial Insemination [AI]) প্রযুক্তি ও আইসিটি নির্ভর প্রাণিসম্পদ ব্যবস্থাপনার (ICT Based Livestock Management) মাধ্যমে গবাদিপ্রাণির জাত উন্নয়ন করা; এবং

(ঘ)   প্রকল্প সুবিধাভোগীদের আর্থ-সামাজিক অবস্থার (যেমনঃ স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ পানি, স্যানিটেশন, সামাজিক সচেতনতা, নারীর ক্ষমতায়ন) উন্নয়ন ঘটানো।

 

বাস্তবায়নকারী সংস্থা (সংস্থা):

পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া।

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), সমবায় অধিদপ্তর এবং সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসন প্রকল্পের সুবিধাভোগী নির্বাচন ও দল গঠনে সহযোগী সংস্থা হিসেবে কাজ করবে। আরডিএ, বগুড়া’র পাশাপাশি বিআরডিবি সচেতনতা ও দক্ষতামূলক প্রশিক্ষণ প্রদান এবং সমবায় অধিদপ্তর কৃষি ও হস্তশিল্প পণ্যের বাজারজাতকরণে সহায়তা করবে।

 

পরিকল্পনা কমিশনের সংশ্লিষ্ট বিভাগ : কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগ

 

প্রকল্পের বাস্তবায়নকাল

 

 

ক) শুরুর তারিখ 

:

০১ জুলাই, ২০১৮

খ) সমাপ্তির তারিখ

:

৩০ জুন, ২০২২

প্রকল্পের প্রাক্কলিত ব্যয় (লক্ষ টাকায়)

মোট

:

 ২০৩২৪.৩১

      জিওবি

:

 ২০৩২৪.৩১

 

প্রকল্প এলাকা

:

কুড়িগ্রাম ও জামালপুর জেলার নিম্নবর্ণিত ০৮টি উপজেলায় প্রকল্পটি বাস্তবায়িত হবে।

 

বিভাগ

জেলা

উপজেলা

রংপুর

কুড়িগ্রাম

নাগেশ্বরী, রাজারহাট, উলিপুর, চিলমারী উপজেলা

ময়মনসিংহ

জামালপুর

দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ, মাদারগঞ্জ উপজেলা

 

প্রকল্পের মূল কর্মকান্ডঃ

  • সম্পদ হস্তান্তর (Asset Transfer) কার্যক্রমের আওতায় ৮টি উপজেলার ২৫ হাজার হত দরিদ্র জনগোষ্ঠির মাঝে গবাদিপ্রাণী-গরম্ন বিতরণ এবং বিতরণ পরবর্তী প্রতি পরিবার ৬ মাস ৫০০/- টাকা হারে (গবাদিপশু পালনের জন্য) এবং এককালীন গবাদিপশু চিকিৎসা ও প্রজননক্ষম করতে ৩৫০/- টাকা সহায়তা দেয়া হবে;
  • কৃত্তিম প্রজননের জন্য ১০টি উন্নত বুল/গাভি সংগ্রহ; উন্নত গো-খাদ্য তৈরী ও বিতরণ;
  • আট উপজেলার ৮টি স্থানে কৃষিপণ্য প্রক্রিয়াজাত ও সংরক্ষণ সেন্টার (চাল ও আটা মিল, স্পোয়লার, মধু প্রক্রিয়া, মাছ ও মাংশ, ফলমূল ও সবজি, দুধ চিলিং প্ল্যান্ট) স্থাপন;
  • কৃষি পণ্য বাজারজাতকরণ, প্রক্রিয়াজাতকরণ সেন্টারের জন্য ৪ একর ভূমি অধিগ্রহণ/ক্রয়;
  • বর্জ্য ব্যবস্থাপায় ৮টি কমিউনিটি বায়োগ্যাস পস্ন্যান্ট স্থাপন ও জৈবসার প্রসেসিং ও প্যাকেজিং ব্যবস্থা;
  • ১৬টি মৎস্য খামার স্থান এবং ৮টি উপজেলার ৬৪০ জন সুফলভোগীকে মৎস্য সম্পদ উন্নয়নে সহযোগীতা প্রদান করা;
  • স্থানীয় পর্যায়ে  ১৮২ জন গবাদীপশুর ও মৎস্য উন্নয়নে সার্ভিস প্রোভাইডার সৃষ্টি;
  • প্রকল্প এলাকায় উদ্যোক্তা উন্নয়নের লক্ষ্য ৭,৮০০ সুফলভোগীকে বিভিন্ন আয়বর্ধনমূলক কর্মকান্ডের উপর প্রশিক্ষণ প্রদান। এছাড়াও ২০০ জন সুফলভোগী সদস্যকে যথাক্রমে- House Keeping, টেইলরিং, হস্তশিল্প, ড্রাইভিং ও মেকানিক্স, রেফ্রিজারেটর মেরামত, মোবাইল সার্ভিসিং এবং বিউটি পার্লারত, কম্পিউটার, আউটসোর্সিং ইত্যাদি বিষয়ক প্রশিক্ষণ প্রদান করে তাদেরকে দক্ষ জনবলে রম্নপামত্মর ইত্যাদি বিষয়ে সেল্ফ হেল্প গ্রুপ ধারনায় স্ব-কর্মসংস্থানমূলক প্রশিক্ষণ প্রদান করে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে; এবং
  • উপজেলায় কৃত্রিম প্রজনন, তথ্যপ্রযুক্তি নির্ভর গবাদীপশু পালন ও উন্নয়ন প্রযুক্তি সেবা সম্প্রসারণে ৫৬০ জনকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা হবে;
  • বিদ্যুৎ বঞ্চিত এলাকায় ৫০টি সৌরশক্তি নির্ভর স্বয়ংক্রিয় রোড লাইট স্থাপন।

 

উল্লেখযোগ্য অগ্রগতিঃ

  • সম্পদ হস্তান্তর (Asset Transfer) কার্যক্রমের আওতায় ৮টি উপজেলার ২৫,০০০ হত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে গবাদিপ্রাণী (গরু) বিতরণের বিপরীতে এ পর্যন্ত 9,223 জন সুফলভোগীর মাঝে 9,223টি বিরতণ করা হয়েছে।
  • সুফলভোগীদের প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যমাত্রা 14,540 জনের বিপরীতে 2850 জনকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
  • কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ কেন্দ্র স্থাপনের জন্য জমি অধিগ্রহণের লক্ষ্যমাত্রার 08টি এর বিপরীতে 0৭টি সম্পন্ন হয়েছে। অবশিষ্ট  0১টি আগামী ডিসেম্বর মাসের মধ্যে সম্পন্ন হবে।
  • সুফলভোগী নির্বাচনের লক্ষ্যমাত্রা 84টি ইউনিয়ন এর বিপরীতে 64টি  ইউনিয়ন নির্বাচিত হয়েছে।
  • কৃত্রিম প্রজননের জন্য ১০টি উন্নত জাতের বুল/গাভি সংগ্রহ করার কাজ চলমান রয়েছে।
  • কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ কেন্দ্রের জন্য প্রতি উপজেলায় ৫০ শতক করে ভূমি অধিগ্রহণ কাজ চলমান রয়েছে।
  • আটটি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ কেন্দ্র (চাল ও আটা মিল, স্পোয়লার, মধু প্রক্রিয়াজাতকরণ, চিলিং প্ল্যান্ট, ফ্রিজিং এ্যান্ড রেফ্রিজারেটর ইউনিট) স্থাপন কাজ প্রক্রিয়াধীন।
  • বর্জ্য ব্যবস্থাপনায় ৮টি কমিউনিটি ভিত্তিক বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন কাজ প্রক্রিয়াধীন।
  • ১৬ টি মৎস্য খামার স্থাপন এবং ৮টি উপজেলার ৬৪০ জন সুফলভোগীকে মৎস্য চাষ উন্নয়নে সহযোগিতা প্রদান চলমান রয়েছে।
  • স্থানীয় পর্যায়ে ১৬৮ জন লাইভস্টক সার্ভিস প্রোভাইডার  এবং ১৬ জন ফিসারিজ সার্ভিস প্রোভাইডার সৃষ্টি চলমান রয়েছে।
  • প্রতিটি প্রকল্প এলাকায় ৫০টি সৌরশক্তি নির্ভর স্বয়ংক্রিয় রোড লাইট স্থাপন কাজ প্রক্রিয়াধীন। 
  • প্রতিটি প্রকল্প এলাকায় ৩০-৫০ জন সুফলভোগী নিয়ে একটি করে গ্রুপ তৈরি চলমান রয়েছে।

 

 

 

 

প্রকল্পের আওতায় সম্পদ হস্তান্তর কার্যক্রমের অংশ হিসেবে সুফলভোগীর গরু বিরতণ করছেন মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরের সাবেক এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক জনাব আবুল কালাম আজাদ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব জনাব মোঃ রেজাউল আহসান এবং আরডিএ, বগুড়ার মহাপরিচালক জনাব খলিল আহমদ (অতিরিক্ত সচিব)।

প্রকল্পের আওতায় সম্পদ হস্তান্তর কার্যক্রমের অংশ হিসেবে সুফলভোগীর গরু বিরতণ করছেন প্রকল্প পরিচালক ও প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা

উলিপুর, কুড়িগ্রাম, থেতরাই ইউনিয়নের সুফলভোগিদের নিয়ে ওয়ার্ড ভিত্তিক সামাজিক দল গঠন কার্যক্রম উদ্বোধন করেন  জনাব অধ্যাপক এম এ মতিন, এমপি।

 

উলিপুর উপজেলায় এপিএম সেন্টারের জন্য ভূমি হুকুম দখলকৃত জমি।

 

 

জামালপুর কুড়িগ্রামে প্রান্তিক জনগোষ্ঠির (প্রকল্প সুফলভোগী) মাঝে গরু বিতরণ অন্যান্য কার্যক্রম অবলোকনে ক্লিক করুন...........

ফেসবুক পেজ .........

 

প্রকল্পের আর্থিক অগ্রগতি:

প্রকল্পটি মোট ২০৩২৪.৩১ লক্ষ টাকা প্রাক্কলিত ব্যয়ে জুলাই,২০১৮ হতে জুন,২০২২ মেয়াদে বাস্তবায়নাধীন রয়েছে। প্রকল্পটির অনুকূলে জুন,২০২১ পর্যন্ত ক্রমপুঞ্জিত মোট বরাদ্দ ৫১০১.৭৩ লক্ষ টাকা, জুন, ২০২১ পর্যন্ত সময়ে ক্রমপুঞ্জিত ব্যয়-৫০৪৩.৩৬ লক্ষ টাকা, যা মোট প্রাক্কলিত ব্যয়ের ২৪.৮১% এবং ক্রমপুঞ্জিত বাস্তব অগ্রগতি ৩০.০৩%

প্রকল্পটির অনুকূলে ২০২১-২২ অর্থ বছরের এডিপিতে মোট ৭০৭১.০০ লক্ষ টাকা বরাদ্দ রয়েছে। নভেম্বর, ২০২১ পর্যন্ত সময়ে অর্থ অবমুক্ত হয়েছে মোট ১০৭৭.২৭ লক্ষ টাকা এবং ব্যয় হয়েছে মোট ১০৭৬.৯৬ লক্ষ টাকা, যা বরাদ্দের ১৫.২৩%।  এবং বাস্তব অগ্রগতি ১৮.২০%। ( চলতি অর্থ বছরের)।

 

Conceptual Frame Work of Proposed Project