বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত ঐকান্তিক ইচ্ছা/প্রচেষ্টায় বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার আওতায় ১৯৭৪ সালে পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া প্রতিষ্ঠা লাভ করে। পরবর্তীতে ১৯৯০ সালে ১০নং আইনের দ্বারা পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া একটি সংবিধিবদ্ধ স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রশাসনিক নিয়ন্ত্রণে পরিচালিত হয়ে আসছে। একাডেমীর মূল দায়িত্ব প্রশিক্ষণ, গবেষণা, প্রায়োগিক গবেষণা ও পরামর্শক সেবা প্রদান করা। আরডিএ, বগুড়া ০৮টি বিভাগের সমন্বয়ে (প্রশাসন বিভাগ, প্রশিক্ষণ বিভাগ; গবেষণা ও মূল্যায়ণ বিভাগ; কৃষি বিজ্ঞান বিভাগ; সামাজিক বিজ্ঞান বিভাগ; খামার প্রযুক্তি, সেচ ও পানি সম্পদ ব্যবস্থাপনা বিভাগ; পল্লী প্রশাসন ও জেন্ডার বিভাগ; প্রকল্প পরিকল্পনা ও পরিবীক্ষণ বিভাগ) মোট ৩০৪ জন (৬১ জন ৯ম থেকে তদুর্ধ গ্রেডের এবং ২৪৩ জন ১০ম থেকে ২০তম গ্রেডের) স্থায়ী কর্মকর্তা/কর্মচারী নিয়োজিত রয়েছে।
প্রকল্প পরিকল্পনা ও পরিবীক্ষণ বিভাগে একজন পরিচালক, পরিচালকের একজন স্ট্যানো একজন যুগ্মপরিচালক, একজন উপপরিচালক ও একজন সহকারী পরিচালক এবং একজন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং দুই জন অফিস সহায়ক নিয়ে মোট ০৮ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছে। বর্তমানে এ বিভাগে একজন পরিচালক, পরিচালকের একজন স্ট্যানো; দুইজন উপপরিচালক ও একজন সহকারী পরিচালক এবং একজন অফিস সহায়কের সমন্বয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে। নিম্নে প্রকল্প পরিকল্পনা ও পরিবীক্ষণ বিভাগের দায়িত্বমূহ উপস্থাপিত হলো:
চ্যালেঞ্জঃ
ভিশন ২০২১-২০৪১ এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা বির্নিমানে লাগসই পল্লী উন্নয়ন বিষয়ক প্রায়োগিক গবেষণা পরিচালনার মাধ্যমে আরডিএর সুনাম ধরে রাখা;
কাজের কলেবর/পরিসর বৃদ্ধি পেলেও বিদ্যমান জনবল কাঠামো যুগাপোযোগী নয় এবং এ বিভাগে জনবল কম।
সুপারিশঃ
সরকারী খাতে উন্নয়ন প্রকল্প প্রণয়ন নির্দেশিকা ও ফর্মেট বহি (নভেম্বর ২০১৬) .......... |
|
বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে প্রস্তাবিত বরাদ্দবিহীনভাবে অননুমোদিত নতুন প্রকল্পের (বিনিয়োগ) সংক্ষিপ্ত সার
|
|
বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে সংযুক্তির জন্য Public Private Partnership (PPP) লিংক প্রকল্পের সংক্ষিপ্ত সার
|
|
Development Project Proforma/Proposal (DPP)
|
|
Revised Development Project Proforma/Proposal (RDPP)
|
|
Technical Assistance Project Proforma/Proposal (TPP )
|
|
Revised Technical Assistance Project Proforma/Proposal (RTPP )
|
|
Preliminary Development Project Proforma/Proposal (PDPP)
|
|
Proforma for Study/Survey Proposal
|